GK : পাকিস্তানের জাতীয় পশু কী, যে নামে ভারতে কাউকে ডাকলে ‘অসম্মান’ করা হয়?

পাকিস্তানের জাতীয় পশু কি জানেন?

General Knowledge Quiz : দেশ বিদেশের সম্পর্কিত নানান তথ্যগুলি জানার সবচেয়ে ভালো উপায় হল সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স। এমনকি আজকাল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পানীয় জলের সম্ভার বিশ্বের সবচেয়ে কোন দেশে বেশি রয়েছে?
উত্তরঃ ব্রাজিল দেশে সবথেকে বেশি পানীয় জলের সম্ভার রয়েছে।

২) প্রশ্নঃ বিশ্বের কোন জায়গাকে সবচেয়ে শুকনো জায়গা বলা হয়?
উত্তরঃ আসলে চিলির আটকামা মরুভূমিতে গত ৪০০ বছরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তাই একে পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা বলা হয়।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে গেলে একটিও মশা দেখতে পাবেন না?
উত্তরঃ আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে একটিও মশা দেখতে পাওয়া যায় না। একইভাবে কোন পোকামাকড়ও নেই।

৪) প্রশ্নঃ NIT এর পূর্ণরূপ কী? 
উত্তরঃ NIT এর পূর্ণরূপ হলো — ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology)।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি মাটির ঘর দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ভারতবর্ষে সবচেয়ে বেশি মাটির ঘর দেখতে পাওয়া যায়।

৬) প্রশ্নঃ জানেন মৃত্যুর পরেও মানুষ কোন কাজটি করতে পারে?
উত্তরঃ আসলে মৃত্যুর পরে মানুষ তার অঙ্গদান করতে পারে।

Image

৭) প্রশ্নঃ জানেন ইরান দেশের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইরানের পূর্ব নাম ছিল পারস্য।

৮) প্রশ্নঃ জানেন মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ আসলে মানুষের রক্তে আয়রন বা লোহা পাওয়া যায়।

৯) প্রশ্নঃ মিথ্যা কথা বললে মানুষের শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে?
উত্তরঃ মিথ্যা কথা বললে মানুষের নাক গরম হয়ে ঘামতে শুরু করে।

Image

১০) প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় পশু কী, যে নামে ভারতে কাউকে ডাকলে ‘অসম্মান’ করা হয়?
উত্তরঃ পাকিস্তানের জাতীয় পশু ছাগল। আসলে ভারতীয়দের মধ্যে কাউকে ‘ছাগল’ বলে সম্বোধন করলে সে প্রচন্ড রেগে যায় এবং তাকে অসম্মান করা হয়।