GK প্রশ্ন : ভারতের কোন হ্রদটি উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে?

উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে ভারতের কোন হ্রদ?

General Knowledge Quiz : ভারতে এমন অনেক প্রাকৃতিক ঘটনা ঘটেছে যেগুলি আজও রহস্য হয়ে রয়েছে। এর মধ্যে একটি হলো উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে একটি হ্রদ! জানেন তার নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনাকে অবাক করতে পারে।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে নারীদের ভোটাধিকার নেই?
উত্তরঃ ভ্যাটিকান সিটিতে নারীদের ভোট দেওয়ার অধিকার নেই।

২) প্রশ্নঃ অমরাবতী জলাধারটি ভারতের কোন জাতীয় উদ্যানে অবস্থিত?
উত্তরঃ ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য।

Image

৩) প্রশ্নঃ ভারতের কোন দুটি রাজ্যের উপকূলীয় অঞ্চলকে করমন্ডল উপকূল বলা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু।

৪) প্রশ্নঃ জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ লখনৌতে জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত।

৫) প্রশ্নঃ ভিলাই আয়রন-স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছে?
উত্তরঃ রাশিয়া দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছে।

৬) প্রশ্নঃ রামেশ্বরম দ্বীপ থেকে ভারতের মূল ভূখণ্ডকে কী আলাদা করেছে?
উত্তরঃ পামবান চ্যানেল।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির উদ্বোধন করা হয়েছে?
উত্তরঃ তেলেঙ্গানায় বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির উদ্বোধন করা হয়েছে।

Telangana to get world's first 3D-printed temple. Find out its features |  Latest News India - Hindustan Times

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সমুদ্রসীমা সবচেয়ে ছোট?
উত্তরঃ গোয়া রাজ্যের সমুদ্র সীমা সবচাইতে ছোট।

৯) প্রশ্নঃ কবাডি দলে মোট কতজন করে খেলোয়াড় থাকে?
উত্তরঃ কবাডি দলে মোট সাত জন করে খেলোয়াড় থাকে।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন হ্রদটি উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ শোনা যায়, প্রায় ৫০,০০০ বছর আগে উল্কাপিণ্ডের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রের লোনার হ্রদ।