GK প্রশ্ন : জানেন ট্যাবলেট বা ক্যাপসুল এর মাঝখানে একটি দাগ থাকে কেন?

যে কারণে ক্যাপসুল বা ট্যাবলেট এর মাঝে দাগ দেওয়া থাকে?

General Knowledge Quiz : শরীর খারাপকে দ্রুত সারিয়ে তুলতে ঔষধের চেয়ে ভালো বিকল্প নেই। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্যাবলেট বা ক্যাপসুলের মাঝ বরাবর একটি দাগ থাকে, এর কারণ কি জানেন? এই প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে এমনই কিছু আকর্ষণীয় তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।

১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম চীন দেশে গিয়েছিলেন?
উত্তরঃ ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর চীন দেশে গিয়েছিলেন।

২) প্রশ্নঃ পৃথিবীর যমজ বোন কোন গ্রহকে বলা হয়?
উত্তরঃ পৃথিবীর যমজ বোন বলে শুক্র গ্রহকে।

৩) প্রশ্নঃ শঙ্খ বাজানোর সবথেকে বড় উপকারিতা কি?
উত্তরঃ ফুসফুস ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় হাইকোর্টের নাম কি?
উত্তরঃ এলাহাবাদ হাইকোর্ট হলো ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট।

Image

৫) প্রশ্নঃ আমাদের ব্রেন আমাদের শরীরের কত শতাংশ ক্ষমতার ব্যবহার করে?
উত্তরঃ ১০ শতাংশ।

৬) প্রশ্নঃ জানেন এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ আছে?
উত্তরঃ এশিয়া মহাদেশে মোট ৪৮টি দেশ আছে।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল কোন দেশের মানুষেরা?
উত্তরঃ পাকিস্তানের বিজ্ঞানীরা প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল।

৮) প্রশ্নঃ প্রতিবছর গোটা বিশ্বে কত লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়?
উত্তরঃ ৮ থেকে ১০ লক্ষ মানুষ প্রতিবছর গড়ে আত্মহত্যা করেন।

৯) প্রশ্নঃ জানেন কোন প্রাণীর জিভের ওজন সবচাইতে বেশি?
উত্তরঃ একটি নীল তিমির জিভের ওজন একটি হাতির চেয়েও বেশি।

Image

১০) প্রশ্নঃ জানেন ট্যাবলেট বা ক্যাপসুল এর মাঝখানে একটি দাগ থাকে কেন?
উত্তরঃ ট্যাবলেট বা ক্যাপসুলে মাঝখানে দাগ দেওয়ার প্রধান কারণ হলো ওষুধের ডোজ বুঝতে সহায়তা করা। উদাহরণস্বরূপ, যদি ট্যাবলেটটি ৫০০ মিলিগ্রামের হয়ে থাকে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ২৫০ মিলিগ্রাম খেতে হয় তাহলে ওই ঔষধটিকে মাঝ বরাবর ভেঙে খেতে হবে। অর্ধেক ভেঙে খাওয়ার সুবিধার জন্যই ট্যাবলেট বা ক্যাপসুল এর মাঝখানে দাগ দেওয়া থাকে। বিশেষ করে শিশুদের জন্যই ঔষধ এর মাঝে দাগ থাকে।