GK প্রশ্ন : বিশ্বের কোন দেশের পতাকায় হিন্দু মন্দিরের ছবি রয়েছে?

হিন্দু মন্দিরের ছবি রয়েছে কোন দেশের পতাকায়?

General Knowledge Quiz : ভারত ছাড়াও বিদেশেও এমন অনেক হিন্দু মন্দির রয়েছে এবং সেগুলি আজও বিখ্যাত। তবে এমন একটি দেশ রয়েছে যেখানকার জাতীয় পতাকায় একটি হিন্দু মন্দিরের ছবি রয়েছে। আপনি কি জানেন সেই দেশটির নাম? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ জানেন এশিয়া মহাদেশের মোট কয়টি দেশ রয়েছে?
উত্তরঃ এশিয়া মহাদেশে মোট ৪৮টি দেশ রয়েছে।

২) প্রশ্নঃ ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে?
উত্তরঃ আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী।

৩) প্রশ্নঃ জানেন কোন দেশের মানুষ সবথেকে বেশি খাবার ও জল অপচয় করে?
উত্তরঃ চীন দেশের মানুষ সবথেকে বেশি খাবার ও জল অপচয় করে।

৪) প্রশ্নঃ সাপকে যদি সাপের বিষ খাওয়ানো হয় তাহলে কী হবে?
উত্তরঃ সাপের শরীরে কোন ক্ষতি হবে না কারণ তাদের শরীরে বিষ প্রতিরোধের ব্যবস্থা আছে।

৫) প্রশ্নঃ মানুষ তার দুটো কানের মধ্যে কোন কানে বেশি শোনে?
উত্তরঃ মানুষ তার ডান কানে বেশি শোনে।

৬) প্রশ্নঃ হীরা তৈরি হতে কতদিন সময় লাগে?
উত্তরঃ হীরা তৈরি হতে সময় লাগে ১ থেকে ১.৩ বিলিয়ন বছর।

৭) প্রশ্নঃ কোন দেশের আকার বুটের মতো?
উত্তরঃ ইতালি দেশের আকার বুটের মত।

Image

৮) প্রশ্নঃ ভারতের খনিজ সম্পদের ভান্ডার কাকে বলে?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশির ভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়।

৯) প্রশ্নঃ লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক?
উত্তরঃ মায়ানমারের জাতীয় পোশাক লুঙ্গি।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের পতাকা হিন্দু মন্দিরের ছবি রয়েছে?
উত্তরঃ কম্বোডিয়ার পতাকায় আঙ্কোর ভাট মন্দিরের ছবি রয়েছে।