ভারতের কোনটি একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে?

তিনটি সাগরের সীমানা ছুঁয়েছে ভারতের কোন শহরটি জানেন?

General Knowledge Quiz : ভারতের দক্ষিণাংশটা কেবল সমুদ্রের দ্বারা বেষ্টিত। তবে এরই মধ্যে একটি শহর রয়েছে যেখানে তিনটি সাগরের সীমানা স্পর্শ করেছে, জানেন কি সেই শহরের নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ হিন্দু ধর্মে মোট কতগুলি পুরান (Purana) আছে?
উত্তরঃ হিন্দু ধর্মে মোট ১৮টি পুরান আছে।

২) প্রশ্নঃ অলিম্পিকের (Olympic) লোগোতে কয়টি বৃত্ত থাকে?
উত্তরঃ ৫টি।

৩) প্রশ্নঃ সবার প্রথমে কোন দেশের 5G চালু হয়েছিল?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায় সবার প্রথমে 5G চালু হয়।

৪) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের পতাকা একমাত্র চৌকো নয়?
উত্তরঃ নেপাল একমাত্র দেশ যার পতাকা চৌকো নয়।

Image

৫) প্রশ্নঃ কোন দেশের সবথেকে বেশি প্রাকৃতিক রবার উৎপাদিত হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় সব থেকে বেশি প্রাকৃতিক রবার উৎপাদিত হয়।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষেরা সবথেকে বেশি সংস্কৃত ভাষায় কথা বলে?
উত্তরঃ কর্ণাটক রাজ্যের মাত্তুর নামে একটি গ্রাম রয়েছে যেখানে সবাই সংস্কৃত ভাষায় কথা বলে।

৭) প্রশ্নঃ জানেন ভারত ও চীন সীমান্তরেখার নাম কী?
উত্তরঃ ভারত ও চীন সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন (McMahon Line)।

Image

৮) প্রশ্নঃ পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলা হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়াকে শেষ স্বর্গ বলা হয়।

৯) প্রশ্নঃ বায়ুমন্ডলের রক্ষাকবচ কাকে বলা হয়?
উত্তরঃ ওজোনস্তরকে (Ozone layer) বায়ুমন্ডলের রক্ষাকবচ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোনটি একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে?
উত্তরঃ তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারিকা (Kanyakumarika) ভারতের একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে — দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর আর পশ্চিমে আরব সাগর রয়েছে।