GK প্রশ্ন : জানেন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে?

ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারেন কোন দেশের নাগরিকরা?

General Knowledge Quiz : ভারতীয়দের বিদেশ ভ্রমণ করার জন্য যেমন পাসপোর্ট ও ভিসা দুটোরই প্রয়োজন হয়, ঠিক তেমনি ভারতে আসার জন্যও বিদেশীদের এই দুটি নথি লাগে। তবে কিছু দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারেন, জানেন কোন দেশ? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ একজন সুস্থ মানুষ দিনে কতটা পরিমাণ মূত্র ত্যাগ করে?
উত্তরঃ একজন সুস্থ মানুষ দিনে ১.৫ লিটার মূত্র ত্যাগ করে।

২) প্রশ্নঃ বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রিক রোড তৈরি করেছে?
উত্তরঃ সুইডেন ইলেকট্রিক রোড তৈরি করেছে।

Image

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ভ্যালেন্টাইন দিবস নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ পাকিস্তানে ভ্যালেন্টাইন দিবস পালন করা নিষিদ্ধ।

৪) প্রশ্নঃ মাটি নিয়ে পড়াশোনা করাকে কী বলা হয়?
উত্তরঃ মাটি নিয়ে পড়াশোনাকে পোডোলজি বলা হয়।

৫) প্রশ্নঃ মানুষের রক্তের রঙ কখন সবুজ হয়ে যায়?
উত্তরঃ সমুদ্রের একেবারে তলদেশে ডুবুরিদের হাতের শিরার লাল রক্তকে সবুজ রঙের দেখায়।

৬) প্রশ্নঃ কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে?
উত্তরঃ স্পঞ্জ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে।

৭) প্রশ্নঃ চীনের প্রাচীরের মতো ভারতের কোন রাজ্যে প্রাচীর আছে?
উত্তরঃ রাজস্থানে কুম্বলগড়ের প্রাচীরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর।

Image

৮) প্রশ্নঃ কয়েনের পরিবর্তে প্রথম নোট কোন দেশ চালু করেছিল?
উত্তরঃ চীন দেশ প্রথম নোট চালু করে।

৯) প্রশ্নঃ জোঁককে কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়?
উত্তরঃ শরীরে কোথাও আঘাত লেগে রক্ত জমে গেলে জোঁক সেই রক্ত চুষে নেয়।

Image

১০) প্রশ্নঃ জানেন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে?
উত্তরঃ নেপাল ও ভুটানের নাগরিকরা ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে। এই দুটি দেশই ভারতের প্রতিবেশী এবং তাদের সাথে কয়েক দশক ধরে খুবই ভালো সম্পর্ক রয়েছে।