GK : পাকিস্তানের জাতীয় গাছ কোনটি, যা ভারতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়?

ভারতের কোন পবিত্র গাছটি পাকিস্তানের জাতীয় গাছ

General Knowledge Quiz : ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর থেকেই পাকিস্তানের জাতীয় পশু, জাতীয় পাখি থেকে শুরু করে অনেক ভৌগোলিক প্রতীক ঘোষনা করা হয়েছে। যার সাথে অনেকগুলি ভারতের সাথে সংযুক্ত রয়েছে। তবে এর মধ্যে পাকিস্তানে জাতীয় গাছ কোনটি জানেন, যা ভারতে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়? এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী?
উত্তরঃ শ্বেত কন্ঠ মাছরাঙ্গা ()White-throated Kingfisher হলো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি।

২) প্রশ্নঃ সংবিধানের কোন ধারায় ‘ইন্ডিয়া’কে ভারত হিসেবেও বর্ণনা করা হয়েছে?
উত্তরঃ সংবিধানের ১ নম্বর ধারায় ‘ইন্ডিয়া’কে ভারত হিসেবেও বর্ণনা করা হয়েছে।

৩) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
উত্তরঃ দাদাভাই নওরোজি (Dadabhai Naoroji), ১৯৩৫ সাল।

৪) প্রশ্নঃ পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর কোনটি?
উত্তরঃ আসানসোল (Asansol) হলো পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর।

৫) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল?
উত্তরঃ বখতিয়ার খিলজি ১১৯৩ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে।

৬) প্রশ্নঃ কংগ্রেসকে বাস্তবে ‘অস্ত্রহীন গৃহযুদ্ধ’ বলেছিলেন কে?
উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ খান (Sir Syed Ahmed Khan)।

৭) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক কাকে বলা হয়?
উত্তরঃ সুপ্রিম কোর্টকে (Supreme Court)।

৮) প্রশ্নঃ কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম হলদি?
উত্তরঃ কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহের নাম হলদি।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি ‘সাদা মেঘের দেশ’ নামে পরিচিত?
উত্তরঃ নিউজিল্যান্ডকে (New Zealand) ‘সাদা মেঘের দেশ’ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় গাছ কোনটি, যা ভারতে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়?
উত্তরঃ পাকিস্তানের জাতীয় গাছ দেবদারু (Cedar), যা ভারতে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়। আসলে, দেবদারু শব্দের সংস্কৃত অর্থ হলো ঈশ্বরের কাঠ। কথিত আছে প্রাচীনকালে ঋষি মুনীরা শিবের উপাসনা করার জন্য এই গাছের নিচে ধ্যান করতেন। এমনকি এটি শিবের গাছ হিসেবেও পরিচিত।