GK: ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ

সবচেয়ে বড় উৎসব ভারতের কোনটি জানেন?

General Knowledge Quiz : বিশ্বের সবচাইতে বেশি উৎসব পালিত হয় ভারতবর্ষে। এমনিতে বাঙালির বারোমাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। এর পাশাপাশি অন্যান্য রাজ্যেও অনেক উৎসব পালন করা হয়। তবে আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি, যেখানে প্রতিটি রাজ্যের মানুষ সামিল হন? এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এবার এক নজরে দেখে নিন

১) প্রশ্নঃ ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? 
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান (১১৪৯–১১৯২ খ্রিঃ) ভারতের শেষ হিন্দু রাজা। যিনি চৌহান রাজবংশের একজন রাজপুত ছিলেন।

২) প্রশ্নঃ কাকে মহাবিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ হিন্দু ধর্মে, ব্রহ্মা হলেন মহাবিশ্বের স্রষ্টা।

৩) প্রশ্নঃ NIT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology)।

৪) প্রশ্নঃ ভারতে চলা প্রথম ট্রেন কতদূর দূরত্ব অতিক্রম করেছিল?
উত্তরঃ ১৮৫৩ সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করেছিল ভারতের প্রথম ট্রেন।

৫) প্রশ্নঃ ভারতের একমাত্র পুরুষ নদী কোনটি জানেন?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদকে (Brahmaputra) ভারতের একমাত্র পুরুষ নদী বলা হয়।

৬) প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হতে পারে?
উত্তরঃ রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধে অংশ নেওয়া দেশ কোনটি?
উত্তরঃ ইংল্যান্ড।

৮) প্রশ্নঃ উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভর্তি করা থাকে?
উত্তরঃ উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসের নিষ্ক্রিয় ধর্মের কারণে।

৯) প্রশ্নঃ বাংলা থেকে বিহার ও উড়িষ্যা রাজ্য কবে আলাদা হয়ে যায়?
উত্তরঃ ১৯৩৬ সালে বাংলা থেকে আলাদা হয়ে বিহার ও ওড়িশা নামে দুটি রাজ্য গঠিত হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি?
উত্তরঃ দীপাবলিকে (Diwali) ভারতের সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয়। যা আলোর উৎসব নামেও পরিচিত। তবে বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)।