কুইজ: ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? যার ২৯৫টি বগি এবং ৬টি ইঞ্জিন রয়েছে!

জানেন কোনটি ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন?

General Knowledge Questions: রেলকে দেশের যোগাযোগের ‘মেরুদন্ড’ বলা হয়। যদি স্বল্প খরচে ও আনন্দদায়ক ভ্রমণের কথা আছে তবে ভারতীয় রেল সবচেয়ে এগিয়ে। আজ এই প্রতিবেদনে রেলওয়ের সম্পর্কে কিছু অজানা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা রেলওয়ে বা অন্যান্য পরীক্ষা বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে। এক নজরে দেখে নিন…

১) প্রশ্নঃ ভারতে রেলপথ চালু হয় কোন সালে?
উত্তরঃ ভারতে রেল চালু হয় ১৮৫৩ সালে।

২) প্রশ্নঃ ভারতীয় রেল কবে জাতীয়করণ করা হয়?
উত্তরঃ ভারতীয় রেল ১৯৫০ সালে জাতীয়করণ করা হয়।

৩) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন কোনটি?
উত্তরঃ বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম ট্রেন।

৪) প্রশ্নঃ ভারতের দ্রুততম ট্রেন কোনটি?
উত্তরঃ বন্দে ভারত ভারতের দ্রুততম ট্রেন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

৫) প্রশ্নঃ ট্রেনের ইঞ্জিন কে বানিয়েছে?
উত্তরঃ ট্রেনের ইঞ্জিন তৈরি করেছিলেন জর্জ স্টিফেনসন।

৬) প্রশ্নঃ রেলওয়ে বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ রেলওয়ে বোর্ড ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম ট্রেন কত দূরত্ব অতিক্রম করেছিল?
উত্তরঃ ভারতের প্রথম ট্রেন ৩৪ কিমি দূরত্ব অতিক্রম করেছিল।

৮) প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কোন শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয়?
উত্তরঃ ভারতে প্রথমবারের মতো কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে রেললাইন নেই?
উত্তরঃ ভারতের মেঘালয় রাজ্যে কোনো রেললাইন নেই।

১০) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট কে পেশ করেন?
উত্তরঃ স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট জন মাথাই পেশ করেন।

১১) প্রশ্নঃ ভারতীয় রেলের স্লোগান কি?
উত্তরঃ ভারতীয় রেলের স্লোগান হল জাতির লাইফলাইন।

১২) প্রশ্নঃ রেললাইনের দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে ভারতীয় রেলের অবস্থান কত?
উত্তরঃ রেললাইনের দৈর্ঘ্যের দিক থেকে ভারতীয় রেল বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে।

১৩) প্রশ্নঃ ২৯৫টি বগি এবং ৬টি ইঞ্জিন সহ ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি?
উত্তরঃ ভারতীয় রেলওয়ে দ্বারা চালিত দীর্ঘতম পণ্য ট্রেন হল সুপার ভাসুকি, এর দৈর্ঘ্য ৩.৫ কিমি।