পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি, যা থর মরুভূমির চেয়েও বেশি?

থর মরুভূমির চেয়েও উষ্ণতম স্থান এই রাজ্যে রয়েছে, জানেন কোনটি?

Interview Questions: দেশের প্রতিটি ছাত্রছাত্রী কোনো উচ্চপদে চাকরি করার স্বপ্ন দেখে। এর জন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। সরকারি হোক বা বেসরকারি চাকরির পরীক্ষাগুলিতে সাধারণ জ্ঞান, বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হয়। এর পাশাপাশি ইন্টারভিউতেও পাস করা খুবই কঠিন। অনেক সময় যারা ইন্টারভিউ নেন এমন কিছু প্রশ্ন করেন যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। এবার তেমনি কিছু প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ আইপিএল এর ইতিহাসে কে প্রথম ৭০০০ রান পূর্ণ করেছেন?
উত্তরঃ বিরাট কোহলি ()Virat Kohli।

২) প্রশ্নঃ অরুণাচলপ্রদেশের রাজধানী কোথায়?
উত্তরঃ ইটানগর।

৩) প্রশ্নঃ ভারতের কোন অঞ্চলকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ সান্দাকফু (Sandakphu)।

৫) প্রশ্নঃ ভারতের কোন নদী চীন ও বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র, ১৭৬০ মাইল (Brahmaputra)। 

Image

৬) প্রশ্নঃ পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ জরাথ্রুষ্ট (Zarathrusht)।

৭) প্রশ্নঃ কোনো অঞ্চলকে পৌর অঞ্চল রূপে ঘোষণা করতে পারেন কে?
উত্তরঃ রাজ্যপাল।

৮) প্রশ্নঃ কাঁচা ফল পাকানোর জন্য কী ব্যবহৃত হয়?
উত্তরঃ ইথিলিন (Ethylene)।

৯) প্রশ্নঃ কালবৈশাখীকে উত্তর-পশ্চিম ভারতের কি বলা হয়?
উত্তরঃ আঁধী।

১০) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের মাত্রা মাপা হয়?
উত্তরঃ সিসমোগ্রাফ (Seismograph)।

১১) প্রশ্নঃ বাঙ্গালীদের মধ্যে প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু (Satyendranath Bose)।

১২) প্রশ্নঃ রাত্রিবেলায় কোথায় রামধনু দেখা যায়?
উত্তরঃ হাওয়াই দ্বীপে (Hawaii)।

১৩) প্রশ্নঃ বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ নামে পরিচিত কে?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

১৪) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তরঃ সিয়াচেন (Siachen)।

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি, যা থর মরুভূমির চেয়েও বেশি?
উত্তরঃ আসানসোল (প্রায় ৪৪° সে.) যা রাজস্থানের থর মরুভূমির (৪০° সে.) চেয়েও বেশি।