কেউ ১ কোটি তো কেউ ২৫ লক্ষ! ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করে কোন তারকা কত টাকা পেলেন?

আধা শর্মা ‘দ্য কেরালা স্টোরি’ থেকে কতো টাকা পারিশ্রমিক পেলেন?

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে দর্শকের আগ্রহের পারদ যেন বেড়েই চলেছে। কোথাও ছবি নিষিদ্ধ করা হয়েছে। আবার কোথাও বা করমুক্ত করারও দাবি উঠেছে। সমালোচকদের মতে, দ্য কেরালা স্টোরির বিষয়বস্তু সমাজে বিভেদ তৈরি করবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘দ্য কেরালা স্টোরি’র বাজেট নাকি ৪০ কোটি টাকা। ফলস্বরূপ এই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকও রয়েছে ওই টাকার মধ্যেই। কেউ পেলেন ১ কোটি তোবার কেউ ২৫ লক্ষ! ‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করে কে কত পারিশ্রমিক পেলেন?

জনপ্রিয়তার দিক দিয়ে ‘কেরালা স্টোরি’র কেন্দ্রেই রয়েছেন আধা শর্মা (Aadha Sharma)। ফল স্বরূপ অন্যান্যদের তুলনায় অদার পারিশ্রমিকও কিছুটা বেশি। এই ছবির জন‍্য আধা ১ কোটি টাকা পেয়েছেন। এ ছাড়া, ছবির লভ্যাংশ থেকেও কিছু টাকা পেতে পারেন।

আধা ছাড়াও এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দখা গেছে সনিয়া বালানিকে (আসিফা ) যিনি পারিশ্রমিক হিসাবে পেয়েছেন ৩০ লক্ষ টাকা। এখানে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সিদ্ধি ইদনানিকে। তিনি ‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয়ের জন্য ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

Image

নিমা চরিত্রে ধরা দিয়েছেন যোগিতা বিহানি। তিনি হিন্দি ধারাবাহিকের বেশ পরিচিত মুখ। যোগিতাও ‘কেরালা স্টোরি’তে কাজ করে পেয়েছেন ৩০ লক্ষ টাকা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা বিজয় আচার্য ও প্রণয় পাচাউরিকে, এ সিনেমাতে অভিনয়ের জন্য যথাক্রমে তারা ২৫ লক্ষ টাকা করে নিয়েছেন।  

Image

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক কিছুতেই থামার নাম নিচ্ছে না। ট্রেলার মুক্তির পরই ছবি ঘিরে শুরু হয়েছে অশান্তি। ছবির প্রযোজক বিপুল শাহ বলেন, এই ছবি মুসলিম বা ইসলামের বিরোধিতা করার জন্য তৈরি করা হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছে দ্য কেরালা স্টোরি।