GK প্রশ্ন : ভারতের কোন রাজ্যটি সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে?

সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে কোন রাজ্যটি?

General Knowledge Quiz : বিশ্বের সবচেয়ে পুরাতন ভাষাটি হল সংস্কৃত। এটি কেবল ভারতেই নয়, অনেক ইউরোপীয় ভাষাও সংস্কৃত ভাষায় সংমিশ্রণে তৈরি হয়েছে। বর্তমানে সংস্কৃত ভাষার গুরুত্ব একটু হলেও কমেছে কিন্তু একটি রাজ্য সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে, জানেন কোন রাজ্য? আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ভগবান বিশ্বকর্মার দুটি বাহনের নাম কি?
উত্তরঃ বিশ্বকর্মার (Vishwakarma) দুটি বাহনের নাম কালো হাতি আর হাঁস।

Image

২) প্রশ্নঃ পৃথিবীতে কোন ফুলের সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ লাল ফুলের সংখ্যা সবচাইতে বেশি।

৩) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী তার মেয়েকে বিয়ে করেছিলেন?
উত্তরঃ ডমেনিকা (Dominica) দেশের প্রধানমন্ত্রী তার মেয়েকে বিয়ে করেছিলেন।

৪) প্রশ্নঃ কোন দেশে তাসের আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ চীন দেশের তাসের আবিষ্কার হয়।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়েছিল?
উত্তরঃ ভারতে জামার বোতাম প্রথম আবিষ্কার হয়েছিল।

Image

৬) প্রশ্নঃ আফ্রিকার কোন দেশের বিশ্বকর্মার মন্দির আছে?
উত্তরঃ আফ্রিকার উগান্ডা (Uganda) দেখে বিশ্বকর্মার মন্দির আছে।

৭) প্রশ্নঃ ১ কেজি মধুর জন্য মৌমাছিদের কতগুলি ফুলের গাছ যেতে হয়?
উত্তরঃ প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগ সংগ্রহ করে মৌমাছিরা এক কেজি মধু তৈরি করতে পারে।

৮) প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি?
উত্তরঃ কানাডা (Canada) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।

৯) প্রশ্নঃ ভাস্কো দা গামার (Vasco da Gama) সমাধি ভারতের কোথায় আছে?
উত্তরঃ কেরালার কোচিতে ভাস্কো দা গামা সমাধি আছে।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে?
উত্তরঃ উত্তরাখণ্ড (Uttarakhand) রাজ্য হিন্দির পাশাপাশি সংস্কৃতকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে।