GK ক্যুইজ : কোন ভারতীয় নেতা রবিবারে ছুটি চালু করেছিলেন?

রবিবারে ছুটি চালু করেছিলেন কোন ভারতীয় নেতা?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জরুরী ও অত্যাবশক হয়ে উঠেছে। এছাড়া এগুলি মানুষের পড়তে যেমন ভালোবাসে, তেমন মনে রাখার জন্য মুখস্ত করতে হয় না। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনাকে অবাক করবে।

১) প্রশ্নঃ কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ রোনাল্ড রস (Ronald Ross) ১৯০২ সালে ম্যালেরিয়া রোগের উপরে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ বাঁকুড়াতে।

৩) প্রশ্নঃ ORS কথাটির পূর্ণরূপ কী?
উত্তরঃ ORS এর পুরো কথাটি হল ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution)।

৪) প্রশ্নঃ পালঘাট কোন দুটি রাজ্যের সংযোগ স্থাপন করেছে?
উত্তরঃ কেরালা ও তামিলনাড়ু।

৫) প্রশ্নঃ তিস্তা নদীর পূর্বভাগ কী নামে পরিচিত?
উত্তরঃ ডুয়ার্স (Dooars)।

Image

৬) প্রশ্নঃ ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা (South Africa)।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তরঃ ভারতের রাজ্যগুলির মধ্যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১১০৬ জন বসবাস করেন।

৮) প্রশ্নঃ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক (Kanchenjunga National Park) কোথায় অবস্থিত?
উত্তরঃ সিকিমে।

৯) প্রশ্নঃ ভারতে কত সাল পর্যন্ত পাকিস্তানের টাকা ছাপা হতো?
উত্তরঃ ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় নেতা রবিবারে ছুটি চালু করেছিলেন?
উত্তরঃ শ্রী নারায়ণ মেঘাজি লোখন্ডে (Narayan Meghaji Lokhande), যিনি মহারাষ্ট্রের একজন শ্রমিক নেতা। ব্রিটিশ আমলে ভারতীয় শ্রমিকদের ছুটি ছিল না, কিন্তু সপ্তাহে একদিন ছুটির দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁর কথা মতোই দেশে প্রতি রবিবার ছুটি ঘোষণা করা হয়।