ক্যুইজ : জানেন কোলকাতা কতদিন ভারতবর্ষের রাজধানী ছিল?

ভারতবর্ষের কতদিন রাজধানী ছিল কোলকাতা শহর?

General Knowledge Quiz : মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এর মাধ্যমে তাদের নলেজ বৃদ্ধি করার পাশাপাশি যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতিও নেয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা তাদের সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়?
উত্তরঃ লাক্ষাদ্বীপে, যা আরব সাগরে অবস্থিত।

২) প্রশ্নঃ ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এর মধ্যে ডানকান প্রণালী রয়েছে।

৩) প্রশ্নঃ আয়তনের বিচারে ভারতের কোন জেলাটি সবচেয়ে বড়?
উত্তরঃ গুজরাটের কচ্ছ জেলা ভারতের বৃহত্তম জেলা।

৪) প্রশ্নঃ কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
উত্তরঃ মুম্বাই কে ভারতের প্রবেশদ্বার বলা হয়।

৫) প্রশ্নঃ গ্রিনিচে যখন দুপুর বারোটা তখন ভারতের স্থানীয় সময় এলাহাবাদে ক’টা বাজবে?
উত্তরঃ বিকাল ৫টা ৩০ মিনিট। (কেননা ভারতীয় সময় GMT থেকে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে রয়েছে)।

Image

৬) প্রশ্নঃ ভারতীয় সংগীতের উৎস কোন বেদ?
উত্তরঃ সামবেদ থেকে ভারতীয় সংগীতের উত্তর হয়েছে।

৭) প্রশ্নঃ গুপ্তযুগে বিশিষ্ট চিকিৎসাবিদ কে ছিলেন?
উত্তরঃ চরক ছিলেন গুপ্তযুগের বিশিষ্ট চিকিৎসাবিদ।

৮) প্রশ্নঃ কোন অধাতু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী?
উত্তরঃ গ্রাফাইট।

৯) প্রশ্নঃ কৌটিল্য কোন বিখ্যাত বইটি লিখেছেন?
উত্তরঃ কোটিল্যের অর্থশাস্ত্র হল হল প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার এক মহাশাস্ত্র। যা আজও বিশেষভাবে সমাদৃত হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন কোলকাতা কতদিন ভারতবর্ষের রাজধানী ছিল?
উত্তরঃ ১৭৭২ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ আমলে প্রায় ১৪০ বছর কোলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। এরপর রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়।