GK প্রশ্ন : বলুন তো পশ্চিমবঙ্গের কোন শহরটি ‘মিনি ইন্ডিয়া’ নামে পরিচিত?

‘মিনি ইন্ডিয়া’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন শহরটি?

General Knowledge Quiz : ভারতবর্ষের প্রতিটা শহরের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং একইভাবে এই সকল শহরগুলি বিভিন্ন উপনাম রয়েছে। পশ্চিমবঙ্গের তেমনই একটি শহরকে ‘মিনি ইন্ডিয়া’ বলে ডাকা হয়। আপনি কি জানেন সেই শহরের নাম? এই প্রতিবেদনে এরকমই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার নলেজকে বুস্ট করতে সাহায্য করবে।

১) প্রশ্নঃ জানেন কোন দেশের মানুষেরা বেশি মদ্যপান করে?
উত্তরঃ বেলারুশ (Belarus) দেশের মানুষেরা সবচেয়ে বেশি মদ্যপান করে।

২) প্রশ্নঃ কোন দেশ ভূমিকম্প থেকে বাঁচার জন্য মাটির উপরে ভাসমান বাড়ি তৈরি করতে চলেছে?
উত্তরঃ জাপান দেশ।

Image

৩) প্রশ্নঃ কোন প্রাণী শুধুমাত্র একটা দাঁতের ওজন প্রায় দু কেজি?
উত্তরঃ হাতির একটা দাঁতের ওজন প্রায় দু কেজি।

৪) প্রশ্নঃ শুধুমাত্র বই লিখে কোটিপতি হতে পেরেছিলেন কোন লেখিকা?
উত্তরঃ জে কে রাউলিং (JK Rowling) শুধুমাত্র বই লিখে কোটিপতি হয়েছিলেন।

৫) প্রশ্নঃ নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে?
উত্তরঃ ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবথেকে বেশি নিরামিষভোজী মানুষ বসবাস করে?
উত্তরঃ ভারতবর্ষে নিরামিষ ভোজী মানুষের সংখ্যা সবচাইতে বেশি।

৭) প্রশ্নঃ আইনস্টাইনের সাথে কোন বাঙালি বিজ্ঞানী কাজ করেছেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু (Satyendranath Bose) আইনস্টাইনের সাথে বৈজ্ঞানিক কাজ করেছেন।

Image

৮) প্রশ্নঃ কোন দেশে সাপের কামড়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়?
উত্তরঃ ভারতবর্ষে সাপের কামড়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়। কারণ এদেশে এখনো বিভিন্ন কুসংস্কার মেনে চলা হয় এবং সরকারি হাসপাতাল যাওয়ার আগে তারা ওঝার উপর নির্ভরশীল।

৯) প্রশ্নঃ “সেটা স্বপ্ন যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না “ – এই উক্তিটি কার?
উত্তরঃ এই বিখ্যাত উক্তিটি হলো — ডঃ এপিজে আবদুল কালামের (Dr. APJ Abdul Kalam)।

১০) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের ‘মিনি ইন্ডিয়া’ বলা হয় খড়গপুর (Kharagpur) শহরকে। আসলে এখানে বহু ভাষাভাষী মানুষ থাকে অর্থাৎ বিভিন্ন রাজ্য এবং সংস্কৃতির লোকেরা এখানে বসবাস করে এবং কাজ করে।