GK কুইজ : কোন দেশটির ‘ইংরেজি শব্দ’ অন্য একটি দেশের নাম হয়?

কোন দেশের ইংরেজি নাম আরেকটি দেশকে বোঝায়?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিত জানা উচিত। এগুলি আপনাকে বুদ্ধির স্তরকে উন্নত করতে সহায়তা করে। এমনকি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্ন করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার দেখে নিন।

১) প্রশ্নঃ রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কে?
উত্তরঃ অ্যাডভোকেট জেনারেল হলেন রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা।

২) প্রশ্নঃ কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন?
উত্তরঃ ধর্মপাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তরঃ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি পূর্ব মেদিনীপুরের মেছেদায় অবস্থিত।

৪) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার রাজ্য কোনটি?
উত্তরঃ মহারাষ্ট্র।

৫) প্রশ্নঃ ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ গোদাবরী নদী ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদী।

৬) প্রশ্নঃ প্রতিবছর কোন তারিখে ‘প্রবাসী ভারতীয় দিবস’ পালিত হয়?
উত্তরঃ ৯ই জানুয়ারি।

৭) প্রশ্নঃ ভারতের মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের সময় কোথায় বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল উপকূলে।

৮) প্রশ্নঃ কোন প্রাকৃতিক জল সবচেয়ে অশুদ্ধ প্রকৃতির?
উত্তরঃ সামুদ্রিক জল প্রকৃতির সবচেয়ে অশুদ্ধ জল।

৯) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনবহুল জেলা কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা।

Image

১০) প্রশ্নঃ কোন দেশটির ‘ইংরেজি শব্দ’ অন্য একটি দেশের নাম হয়?
উত্তরঃ শ্রীলঙ্কা (Sri Lanka), যাকে লঙ্কাও বলা হয়। এবার লঙ্কা শব্দের ইংরেজি শব্দ ‘চিলি’, যা একটি দক্ষিণ আমেরিকার দেশ। (যদিও চিলি শব্দটির উচ্চারণ এক হলেও বানানে ভিন্ন রয়েছে। দেশ – Chile ও সবজি – Chili)।তবে উল্লেখযোগ্য বিষয় হলো, চিলি দেশটির আকৃতি অনেকটা লঙ্কার মতোই সরু।