GK : ভারতের কোন রাজ্যের নাম শ্রীকৃষ্ণের আগমনে রাখা হয়েছিল?

ভগবান শ্রীকৃষ্ণের আগমনের কারণে রাখা হয়েছিল ভারতের কোন রাজ্যের নাম?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কোনো প্রতিযোগী পরীক্ষা করার জন্য জরুরি। পরীক্ষায় সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় থেকে সংশ্লিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সাধারণ জ্ঞান প্রার্থীদের যেকোনো প্রতিযোগী পরীক্ষায় আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। যাইহোক এই প্রতিবেদনে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কা দেশের মধ্যে যে সেতুটি রয়েছে, তার নাম কী?
উত্তরঃ রাম সেতু (Ram Setu) হলো ভারত ও শ্রীলঙ্কা দুই দেশের মধ্যবর্তী সেতু।

২) প্রশ্নঃ ১৯৫৭ সালের মহাবিদ্রোহের সময় প্রথম কে তার জীবন উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ মঙ্গল পান্ডে (Mangal Pandey)।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
উত্তরঃ সরোজিনী নাইডু (Sarojini Naidu), উত্তর প্রদেশ।

৪) প্রশ্নঃ কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ গুরু নানক (Guru Nanak) হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা।

৫) প্রশ্নঃ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কে?
উত্তরঃ পানামা খাল (Panama Canal) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।

৬) প্রশ্নঃ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সরকারি ভাষা কী?
উত্তরঃ তেলেগু অন্ধ্রপ্রদেশে সরকারি ভাষা।

৭) প্রশ্নঃ চিনা পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেছিলেন?
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয় (Nalanda University)।

৮) প্রশ্নঃ সার্কের (SAARC) সদস্য দেশ কয়টি?
উত্তরঃ সার্কের সদস্য দেশের সংখ্যা — ৮টি (ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তান)।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের নাম ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) আগমনের কারণে রাখা হয়েছে?
উত্তরঃ হরিয়ানা (Haryana) রাজ্যের নাম ভগবান শ্রীকৃষ্ণের আগমনের কারণে রাখা হয়েছিল। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুগে এখানে এসেছিলেন। হরিয়ানা’র ‘হরি’ শব্দের অর্থ বিষ্ণুর অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণ আর ‘আনা’ শব্দের অর্থ আগমন।

Image

১০) প্রশ্নঃ জন্ডিস রোগ হলে মানুষের কোন অঙ্গ কে আক্রান্ত করে?
উত্তরঃ লিভারকে আক্রান্ত করে জন্ডিস রোগ।