সাধারণ জ্ঞান কুইজ: পৃথিবীর একেবারে মধ্যিখানে কোন দেশটি অবস্থিত? ৯৯% মানুষের অজানা!

জানেন কোন দেশটি পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত?

General Knowledge Quiz: সরকারি চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা সবচেয়ে কঠিন কাজ। কারণ সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি মনের উপস্থিতিও পরীক্ষা করা হয়। এমন জটিল প্রশ্ন প্রায়ই ইন্টারভিউতে করা হয়।

১) প্রশ্ন: গঙ্গা নদী (Ganges River) ভারতের কটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৫টি
ঘ) ৩টি
উত্তর: খ) ৫টি
— গঙ্গোত্রী হিমবাহ থেকেই উৎপত্তি হয়ে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই সময় ভারতের পাঁচটি রাজ্য যথা – উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

২) প্রশ্ন: কোন প্রাণী মাথা ছাড়াও কয়েকদিন বাঁচতে পারে?
ক) কেন্নো
খ) টিকটিকি
গ) আরশোলা
ঘ) গঙ্গা ফড়িং
উত্তর: গ) আরশোলা
— হ্যাঁ, এটা সত্যি যে আরশোলা (Cockroach) তার মাথা ছাড়া বেশ কয়েকদিন বাঁচতে পারে। এর কারণ হল আরশোলার মস্তিষ্ক তার দেহে অবস্থিত। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

৩) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কোনটি?
ক) লাল চন্দন
খ) আগর কাঠ
গ) গোলাপী আইভরি
ঘ) আফ্রিকান ব্ল্যাকউড
উত্তর: ঘ) আফ্রিকান ব্ল্যাকউড
— পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাঠের নাম আফ্রিকান ব্ল্যাকউড (African blackwood)। এই কাঠের দাম প্রতি কেজিতে প্রায় ৭-৮ লক্ষ টাকা। অত্যন্ত ব্যয়বহুল আসবাবপত্র তৈরি হয় এই কাঠ দিয়ে। এমনকি এই কাঠের চোরাচালান রুখতে আফ্রিকার জঙ্গলের সেনা মোতায়নও করা হয়েছে।

Image

৪) প্রশ্ন: বিশ্বের কোন দেশে মুসলিম থাকলেও কোন মসজিদ নেই?
ক) পর্তুগাল
খ) ডেনমার্ক
গ) বলিভিয়া
ঘ) স্লোভাকিয়া
উত্তর: ঘ) স্লোভাকিয়া
— স্লোভাকিয়ায় (Slovakia) সরকারি ধর্ম অনুসারে ইসলামকে স্বীকৃতি দেয় না। এছাড়াও এদেশে শব্দ দূষণ মোকাবিলায় কঠোর নিয়ম রয়েছে। দেশটিতে পাঁচ হাজারের বেশি মুসলিম থাকলেও সেখানে মসজিদ নির্মাণের কোনো অনুমতি নেই।

Image

৫) প্রশ্ন: পৃথিবীর একেবারে মধ্যখানে কোন দেশটি অবস্থিত?
ক) সুইজারল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) ঘানা
ঘ) ইতালি
উত্তর: গ) ঘানা
— পৃথিবীর একেবারে মধ্যিখানে যে দেশটি পড়ে তার নাম ঘানা (Ghana)। যদি সত্যিকারের অর্থে দেখা যায়, তাহলে পৃথিবীর কেন্দ্র হল ০° উত্তর ০° পূর্ব, সেখানে কোন দেশ নেই। বিজ্ঞানীরা এই স্থানটিকে একটি কাল্পনিক ‘ল্যান্ডমার্ক’ হিসেবে উল্লেখ করেন। পৃথিবীর কেন্দ্রবিন্দু সবথেকে কাছাকাছি অবস্থিত দেশ ঘানার দূরত্ব মাত্র ৩৮০ মাইল।