কোটি কোটি টাকা খরচ করে মাথার টাক ঢেকেছেন যে বলিউডের সুপারস্টাররা

বলিউডের যে সুপারস্টাররা মাথার টাক ঢাকতে কোটি কোটি টাকা খরচ করেছেন

Bollywood: বলিউডের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেদের আরও সুন্দর করে তুলতে সৌন্দর্যের পাশাপাশি ফিটনেস এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তবে জেনে অবাক হবেন এমন কিছু বলিউড অভিনেতা রয়েছেন যাদের অল্প বয়সেই সমস্ত চুল পড়ে টাকলা হয়ে গিয়েছিলেন, কিন্তু প্রচুর টাকা খরচ করে ঢেকে ফেলেছেন নিজেদের টাক এবং তাদের চেহারায় একটি বিস্ময়কর পরিবর্তন নিয়ে প্রত্যাবর্তন করেছেন।

অক্ষয় খান্না (Akshay Khanna): বিনোদ পুত্র অক্ষয় খান্না ২০০০ এর দশকের গোড়ার দিকে তার চুল হারাতে শুরু করেন এবং যার কারণে কয়েকটি চলচ্চিত্রে পরচুলা পরে অভিনয় করেছিলেন। তাই টাক ঢাকতে তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে আশ্চর্যজনকভাবে প্রত্যাবর্তন করেন।

হিমেশ রেশামিয়া (Himesh Reshammiya): বহু-প্রতিভাবান গায়ক হিমেশ রেশামিয়াও টাকের সমস্যায় পড়েছিলেন। এজন্যই তার প্রথম দিকের গানের অ্যালবামগুলিতে তাকে টুপি পড়ে গান গাইতে দেখা যায়। কিন্তু এরপর যখন সিনেমার জন্য অফার পেতে শুরু করেন তিনি তখন হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। একটি টিভি শোতে হিমেশ স্বীকার করেছেন যে তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছেন।

সলমান খান (Salman Khan): ২০০২ সালের দিকে সলমান খানের চুলের রেখা কমে যেতে শুরু করে। এরপর তিনি ভারতে টাকের চিকিৎসা করালেও তাতে কোন লাভ হয়নি। অবশেষে দুবাইতে তার চুল পুনরুদ্ধারের পদ্ধতিগুলি ভালোভাবে সম্পন্ন হয়েছিল। এই কারণেই তাকে মাঝেমধ্যেই দুবাই যেতে দেখা যায়।

Image

গোবিন্দা (Govinda): ৯০ দশকের অন্যতম সুপারস্টার গোবিন্দাও চুল নিয়ে বড় সমস্যায় পড়েছিলেন। যে কারণে রুপালি পর্দা থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান। জানা যায়, তিনিও সলমানের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন চুল প্রতিস্থাপন করার জন্য।

সানি দেওল (Sunny Deol): সানি দেওল এই একই সমস্যায় ভুগছেন। বেশ কয়েক বছর আগেই তার চুল পড়ে যেতে শুরু করে। একটা সময় পর তিনি তো পুরোপুরিই টেকো হয়ে যান। তাই তিনিও হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেন। এখন তাকে দেখলে কোনটা আসল, কোনটা নকল চুল বুঝতেই পারবেন না।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): আশি পেরিয়েও অমিতাভ যেন এখনও যুবক! ফিটনেসের নিরিখে তিনি তার থেকের কমবয়সীদের টেক্কা দিতে পারেন। এই বয়সেও তার মাথায় কাঁচা-পাকা বাহারি চুলের ঢেউ খেলছে। যদিও এই চুলও তার আসল নয়। টাক লুকাতে নকল চুল ব্যবহার করেন অমিতাভ।

অক্ষয় কুমার (Akshay Kumar): অক্ষয় কুমারের বয়স দেখতে দেখতে প্রায় ৬০ ছুঁতে চলেছে। অথচ অক্ষয় এখনও নবীন! তার এই চেহারার পেছনে লুকিয়ে রয়েছে আস্ত বড় টাক। টাক নিয়ে কখনও রাখঢাক করেন না তিনি। তবে ক্যামেরার সামনে তাকে সেভাবে টাক মাথায় দেখা যায় না বলেই চলে।