‘মোখা’ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছে? জানেন এর অর্থ কী?

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ (Mokha)। তবে জানেন কী এই ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ রেখেছে বা এর অর্থ কী? যেকোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ও বর্তমান ঘটনাগুলির সম্পর্কে জানা খুবই প্রয়োজন। অনেক সময় প্রার্থীরা লিখিত পরীক্ষা ক্লিয়ার করতে পারলেও ইন্টারভিউ তাদের ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রতিবেদনে তেমনি কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আসা হয়েছে..  

১) প্রশ্নঃ কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
উত্তরঃ মেগাস্থানিস। তার গ্রন্থের নাম ইন্ডিকা, যেখানে ভারত সংক্রান্ত বিবরণ লেখা আছে।

২) প্রশ্নঃ দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ঝাড়খন্ড।

৩) প্রশ্নঃ কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত?
উত্তরঃ আয়ন বায়ু।

৪) প্রশ্নঃ রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ইউরোপের আল্পস পর্বত।

৫) প্রশ্নঃ বাটার ফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ সাঁতার।

৬) প্রশ্নঃ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ ইয়র্ক।

৭) প্রশ্নঃ ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

৮) প্রশ্নঃ কোন দেশটির তিনটি রাজধানী রয়েছে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী রয়েছে। যথা – কেপটাউন, প্রিটোরিয়া ও ব্লোয়েমফন্টেইন।

৯) প্রশ্নঃ ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানির সরবরাহকারী হলো কোন দেশ?
উত্তরঃ ভারত।

১০) প্রশ্নঃ কোন স্তন্যপায়ী প্রাণীদেহে লোম থাকে না?
উত্তরঃ তিমি মাছ।

১১) প্রশ্নঃ যেকোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড।

১২) প্রশ্নঃ লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয়েছিল?
উত্তরঃ মোগল শাসক শাহজাহানের আমলে।

১৩) প্রশ্নঃ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

১৪) প্রশ্নঃ যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কী হতো?
উত্তরঃ কালো।

১৫) প্রশ্নঃ ‘মোখা’ ঘূর্ণিঝড়ে নামকরণ করেছে কোন দেশ?
উত্তরঃ ইয়েমেন (মধ্যপ্রাচ্যের একটি দেশ)। যদিও ‘মোখা’ শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই। মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম, যা কফি বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। তালিকা অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে ‘বিপর্যয়’। এই নামটি বাংলাদেশের দেওয়া।