পশ্চিমবঙ্গের এই রেলস্টেশনটির কোনো নামই নেই, এর কারণটা জেনে অবাক হবেন

পশ্চিমবঙ্গের ‘নামগোত্রহীন’ রেলস্টেশন, এখানে আসা যাত্রীরা বিভ্রান্তিতে পড়েন!

Indian Railways: ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ গন্তব্যস্থলে পৌঁছান। যে কারণে ভারতীয় রেলকে দেশের ‘লাইফলাইন’ (lifeline) বলা হয়। ভারতবর্ষে মোট ৭,৩২১টি রেলস্টেশন থাকায় এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে। এর মধ্যে কিছু রেলস্টেশন অদ্ভুত কারণে বিখ্যাত। এই প্রতিবেদনে এমনই এক রেলস্টেশনের কথা বলা হয়েছে, যার কোনও নামই নেই।

আসলে, এই অনামী রেল স্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গেই (West Bengal) রয়েছে। স্টেশনটির কোন নাম না থাকায় বাইরে থেকে আসা যাত্রীদের বেশ সমস্যায় পড়তে হয়। দেশের প্রতিটি রেল স্টেশনের হলুদ বোর্ডে কালো রঙের নাম দেখতে পাবেন, কিন্তু এখানে তো বোর্ড রয়েছে, কিন্তু কোনো নাম লেখা নেই। যদিও এর পিছনের গল্পটি বেশ মজার।

এই নামগোত্রহীন রেল স্টেশনটি বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঁকুড়া ও মশাগ্রাম রেললাইনের উপর অবস্থিত। এটি রায়না ও রায়নাগর (Raina and Rayanagar) নামের দুটি গ্রামের মাঝামাঝি রয়েছে। যদিও এই রেল স্টেশনটি অতীতে রায়নাগর নামে পরিচিত ছিল। কিন্তু রায়নার বাসিন্দাদের এই স্টেশনটির নাম নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ তাদের গ্রামেই স্টেশনের ভবনটি নির্মিত হয়েছিল।

আসলে রায়না গ্রামের মানুষেরা চেয়েছিল যে এই স্টেশনটির নাম রায়নাগরের বদলে ‘রায়না’ হওয়া উচিত। এই নিয়ে প্রথমে হালকা কথা কাটাকাটি শুরু হলেও এর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুই গ্রামের মানুষের মধ্যে প্রবল বিরোধ বাঁধে। শেষমেষ এই পরিস্থিতি সামাল দিতে হয় প্রশাসনকে। এমনকি এই খবর রেলওয়ে বোর্ডের কাছে পৌঁছে যায়।

অবশেষে, ভারতীয় রেল কর্তৃপক্ষ এখানে থাকা সাইন বোর্ড থেকে স্টেশনটির নাম মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সেই থেকে স্টেশনটি নামগোত্রহীন অবস্থায় রয়েছে অর্থাৎ সাইনবোর্ড রয়েছে কিন্তু কোন নাম লেখা নেই। এর ফলে বাইরে থেকে আসা যাত্রীদের বেশ সমস্যায় পড়তে হয়। তবে এখানকার টিকিটমাস্টার এখনো স্টেশনটির পুরনো ‘রায়নাগর’ নামেই টিকিট দেন।