কুইজ : জানেন ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?

ভারতের দুটি রাজ্যের রাজধানী কোন শহরটি জানেন?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের বিষয়ে আপনার জানা খুবই জরুরী। এমনকি লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর তুলে ধরা হলো।

১) প্রশ্নঃ এশিয়ার বৃহত্তম মাছের বাজার কোথায় অবস্থিত?
উত্তরঃ হাওড়া হোলসেল (Howrah Wholesale) মাছের বাজার হল এশিয়ার বৃহত্তম মাছের বাজার।

২) প্রশ্নঃ জানেন সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ সূর্যের আলোতে ভিটামিন ডি (Vitamin D) থাকে।

৩) প্রশ্নঃ কাকে ফুটবল জগতের কালো হীরে বলা হয়?
উত্তরঃ কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলেকে (Pele) ফুটবল জগতের কালো হীরে বলা হয়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের লিখিত সংবিধান নেই?
উত্তরঃ ব্রিটেন (England) দেশের কোন লিখিত সংবিধান নেই।

৫) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ঘুড়ি ওড়ানো শুরু হয়েছিল?
উত্তরঃ চীন দেশে সর্বপ্রথম ঘুড়ি ওড়ানো শুরু হয়েছিল।

৬) প্রশ্নঃ কোন গ্রহকে রাতে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়?
উত্তরঃ শুক্র গ্রহকে (Venus) রাতে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়।

Image

৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিপদজনক ক্ষেপণাস্ত্রের নাম কী?
উত্তরঃ অগ্নি-৫ (Agni-5) হলো ভারতের সবচেয়ে বিপদজনক ক্ষেপণাস্ত্র।

৮) প্রশ্নঃ ভারতের মুদ্রার নাম রুপি হলেও উড়িষ্যাতে বসবাসকারী লোকেরা একে কী বলে?
উত্তরঃ উড়িষ্যাতে বসবাসকারী লোকেরা রুপিকে টংকা (Tonka) বলে।

৯) প্রশ্নঃ কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না?
উত্তরঃ হাঙ্গর মাছ (Sharks) কখনো রোগে আক্রান্ত হয় না বা অসুস্থ হয় না।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?
উত্তরঃ চণ্ডীগড় (Chandigarh) শহরটি ভারতের দুটি রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী।