GK : জানেন ভারতের কোন রাজ্যটি ১৯৬১ সালে স্বাধীন হয়েছিল?

দেশ স্বাধীন হওয়ার ১৪ বছর পর কোন রাজ্যটি স্বাধীন হয়েছিল?

General Knowledge Quiz : সোশ্যাল মিডিয়ায় আজকাল নানা ধরনের প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায় এবং এতে মেধাবী ছাত্র-ছাত্রীরা উত্তর দিয়ে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে পারে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভগবান রামের বোনের নাম কী?
উত্তরঃ ভগবান রামের বোনের নাম হল শান্তা।

২) প্রশ্নঃ দিল্লি শহরের পুরনো নাম কী?
উত্তরঃ দিল্লি শহরের পুরনো নাম হলো ইন্দ্রপ্রস্থ।

৩) প্রশ্নঃ কোন দেশকে ইউরোপের ফুসফুস বলা হয়?
উত্তরঃ বেলারুশ দেশকে ইউরোপের ফুসফুস বলা হয়

৪) প্রশ্নঃ কোন দেশ সবথেকে বেশি সময় পর্যন্ত পরাধীন ছিল?
উত্তরঃ ভারতবর্ষ সবথেকে বেশি সময় পর্যন্ত পরাধীন ছিল।

৫) প্রশ্নঃ ভারতের সবথেকে পরিষ্কার জলের নদীর নাম কি?
উত্তরঃ মেঘালয়ের উমনগোট নদীটি ভারতের সবচেয়ে পরিষ্কার জলে নদী।

৬) প্রশ্নঃ কোন দেশের ট্রেনে পুলিশের পরিবর্তে রোবট চাকরি করে?
উত্তরঃ জাপান দেশের ট্রেনের পুলিশের পরিবর্তে রোবট চাকরি করে।

৭) প্রশ্নঃ কোন ফলের বীজ খেলে বিড়ালের মৃত্যু হতে পারে?
উত্তরঃ পাকা পেঁপের বীজ খেলে বিড়ালের মৃত্যু হতে পারে।

৮) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশ প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?
উত্তরঃ আসলে মেয়েদের চোখের ভ্রু প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়।।

৯) প্রশ্নঃ কোন পাখি তার জীবনকালে কখনো বাসা বানায় না?
উত্তরঃ কোকিল পাখি তার জীবনকালে কখনো বাসা বানায় না।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি ১৯৬১ সালে স্বাধীন হয়েছিল?
উত্তরঃ ব্রিটিশ শাসন থেকে ভারত ১৯৪৭ সালে মুক্তি পেলেও গোয়া রাজ্যটি তখনো পর্তুগিজদের দখলে ছিল। এরপর ১৯৬১ সালে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে এই রাজ্যটিকে পর্তুগিজদের হাত থেকে উদ্ধার করা হয়।