GK প্রশ্ন : জানেন ভারতের কোন শহরটি মেয়েদের জন্য নিরাপদ নয়?

মহিলাদের জন্য কোন শহরটি সুরক্ষিত নয়?

General Knowledge Quiz : খবরে পাতাই হোক বা নিউজ চ্যানেলে চোখ রাখলেই অনেক ঘটনা শোনা যায় যার মধ্যে নারী অপহরণ, খুন ধর্ষণ থেকে আরও অনেক কিছু। তবে জানেন এই ধরনের ঘটনা কোন শহরে বেশি ঘটে? আসলে কোন শহরটি মহিলাদের জন্য নিরাপদ নয়? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে?
উত্তরঃ কর্ণাটক ও ঝাড়খন্ড রাজ্যের সোনার খনি আছে।

Image

২) প্রশ্নঃ কত সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল।

৩) প্রশ্নঃ কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয়?
উত্তরঃ সোডিয়াম।

৪) প্রশ্নঃ মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উত্তরঃ মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হল শিম্পাঞ্জি।

৫) প্রশ্নঃ রক্তচোষা বাদুড় কোন দেশে দেখা যায়?
উত্তরঃ মেক্সিকো, ব্রাজিল এবং চিলিতে রক্তচোষা বাদুড় দেখা যায়।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম রঙিন সিনেমা কবে মুক্তি পেয়েছিল?
উত্তরঃ প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র ছিল কিসান কন্যা, যা ১৯৩৭ সালে মুক্তি পেয়েছিল।

Image

৭) প্রশ্নঃ গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা গিয়েছিলেন?
উত্তরঃ গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে মারা যান।

৮) প্রশ্নঃ চারমিনার ভারতের কোথায় অবস্থিত?
উত্তরঃ হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত।

৯) প্রশ্নঃ সূর্য কোন শ্রেণীর নক্ষত্র?
উত্তরঃ জিটুভি (G2V) শ্রেণীর নক্ষত্র সূর্য।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরটি মেয়েদের জন্য নিরাপদ নয়?
উত্তরঃ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) এর তথ্য অনুযায়ী, ভারতের রাজধানী নয়াদিল্লি (New Delhi) দেশের মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ মেট্রো শহর হিসাবে পরিগণিত হয়েছে৷