GK : জানেন ভারতবর্ষের কোন শহরটি ৫,০০০ বছরেরও বেশি পুরনো?

বলুন তো কোনটি ভারতবর্ষের প্রাচীনতম শহর?

General Knowledge Quiz : ভারতবর্ষের প্রতিটি শহরে নিজস্বতা রয়েছে এবং সেগুলি তাদের বৈশিষ্ট্যের কারণে বিখ্যাত। অতীতে বেশিরভাগই গ্রাম্য এলাকা ছিল এবং ধীরে ধীরে তার শহরে পরিণত হয়। তবে আপনি কি জানেন ভারতবর্ষে সবচেয়ে পুরাতন শহর কোনটি, যার বয়স ৫০০০ বছরেরও বেশি? এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ বলুন তো ভারতের কোন শহরকে রক্তের শহর বলা হয়?
উত্তরঃ আসামের তেজপুরকে রক্তের শহর বলা হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণীর পায়ের হাড় সবচেয়ে বেশি মজবুত?
উত্তরঃ বাঘের পায়ের হাড় সবচেয়ে বেশি মজবুত।

৩) প্রশ্নঃ আমরা কোন দিকে নাকের ফুটো দিয়ে বেশি অক্সিজেন নিই?
উত্তরঃ আমরা একবার ডান আর একবার বাম দিকে নাকের ফুটো দিয়ে অক্সিজেন নিই। তবে এটা ১-২ ঘন্টা পর পর পরিবর্তন হয়।

৪) প্রশ্নঃ কোন প্রাণীর ভালোবাসার সঙ্গী মারা গেলে অপর প্রাণীটি কষ্ট পেয়ে মারা যায়?
উত্তরঃ রাজহাঁস।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য গাছপালার জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে?
উত্তরঃ পাঞ্জাব রাজ্য গাছপালার জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে।

Image

৬) প্রশ্নঃ কোন প্রাণী শরীরের রক্তচাপ সবচাইতে বেশি?
উত্তরঃ জিরাফের শরীরের রক্তচাপ সবচাইতে বেশি।

৭) প্রশ্নঃ প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার এর নাম কী জানেন?
উত্তরঃ প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার হলেন নীলমণি মিত্র।

৮) প্রশ্নঃ মাটির সাথে প্লাস্টিকের কোন জিনিস পচে যেতে কত বছর সময় লাগে?
উত্তরঃ প্রায় ৪০০ থেকে ৫০০ বছর প্লাস্টিকের কোন জিনিস মাটির সাথে পচে যেতে সময় লাগে।

৯) প্রশ্নঃ কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে?
উত্তরঃ পিতলের তৈরি গ্লাসে জল খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
উত্তরঃ বারাণসী হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর। যার বয়স ৫০০০ বছরেরও বেশি।