কুইজ : জানেন চুইংগাম কোন প্রাণীর অংশ থেকে তৈরি হয়?

কোন প্রাণীর অংশ থেকে তৈরি হয় চুইংগাম?

General Knowledge Quiz : চুইংগাম খেতে পছন্দ করে না এমন ছেলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তবে জেনে অবাক হবেন এটি খাওয়ার পর যেখানে সেখানে ফেললে তা মানুষের পথ চলার সমস্যা হতে পারে। আর এই কারণেই সিঙ্গাপুরে চুইংগামকে নিষিদ্ধ। তবে আপনি কি জানেন যে চুইংগাম কোন প্রাণীর অংশ থেকে তৈরি হয়? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ ২০২৪ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

২) প্রশ্নঃ ভারতে ইউটিউব কত সাল থেকে চালু হয়েছিল?
উত্তরঃ ২০০৮ সাল থেকে ভারতে ইউটিউব চালু হয়।

৩) প্রশ্নঃ বায়ুকলের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে।

৪) প্রশ্নঃ ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কের নাম কি ছিল?
উত্তরঃ ভারতের প্রথম ব্যাঙ্ক ১৭৭০ সালে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল।

৫) প্রশ্নঃ ভারতের সবথেকে ছোট রাজ্যটির নাম কী?
উত্তরঃ গোয়া হলো ভারতের সবচেয়ে ছোট রাজ্য।

৬) প্রশ্নঃ রাজা রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন।

৭) প্রশ্নঃ একমাত্র ভারতের ক্রিকেটার হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ শচীন টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন।

৮) প্রশ্নঃ আমাদের সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি?
উত্তরঃ শনি হল আমাদের সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ।

৯) প্রশ্নঃ একটা জিরাফের বাচ্চা জন্মের সময় কতটা উপর থেকে মাটিতে পড়ে?
উত্তরঃ প্রায় ৪ থেকে ৫ ফুট উঁচু থেকে একটা জিরাফের বাচ্চা জন্মের সময় মাটিতে পড়ে।

Image

১০) প্রশ্নঃ জানেন চুইংগাম কোন প্রাণীর অংশ থেকে তৈরি হয়?
উত্তরঃ অতীতে চুইংগাম তৈরিতে স্টিয়ারিক অ্যাসিড ব্যবহৃত হতো, যা বেশিরভাগ শূকরের পেটের চর্বি থেকে পাওয়া যায়। তবে এখন এটি সিন্থেটিক রাবার এবং অ-শোষণযোগ্য শর্করা দিয়ে তৈরি।