বিমান যাত্রীদের মলমূত্র গুলি কোথায় গিয়ে পড়ে? জানলে অবাক হবেন

বিমানে যাত্রীদের বর্জ্যপদার্থ গুলি কোথায় গিয়ে পড়ে?

General Knowledge Quiz : প্রতিনিয়ত চোখের সামনে ঘটে যাওয়া এমন কিছু জিনিস রয়েছে যা নিয়ে আমরা কমবেশি সকলেই চিন্তা করেছি, কিন্তু সঠিকভাবে জানার চেষ্টা করিনি। এর মধ্যে এমন একটি হলো বিমান যাত্রীদের মলমূত্র গুলি কোথায় গিয়ে পড়ে? আপনার জানা আছে কী? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীর জিভের ওজন একটি হাতির থেকেও বেশি?
উত্তরঃ নীল তিমির জিভ।

২) প্রশ্নঃ প্রতিবছর গোটা বিশ্বে কত মানুষ আত্মহত্যা করে মারা যায়?
উত্তরঃ ৮ থেকে ১০ লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়।

৩) প্রশ্নঃ পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটি কোন দেশের মানুষেরা তৈরি করেছিল?
উত্তরঃ পাকিস্তান।

৪) প্রশ্নঃ জানেন এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে?
উত্তরঃ ৪৮ টি।

৫) প্রশ্নঃ ভারতের সবথেকে বড় হাইকোর্টের নাম কী?
উত্তরঃ এলাহাবাদ হাইকোর্ট।

Image

৬) প্রশ্নঃ মানুষ কোন প্রাণী সব থেকে বেশি পোষে?
উত্তরঃ কুকুর।

৭) প্রশ্নঃ এশিয়ার আলো কোন মহান ব্যক্তিকে বলা হয়?
উত্তরঃ গৌতম বুদ্ধকে।

৮) প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তরঃ সমাচার দর্পণ।

৯) প্রশ্নঃ বিমান যাত্রীদের মলমূত্র গুলি কোথায় গিয়ে পড়ে?
উত্তরঃ বিমানে যাত্রীদের মল টয়লেট থেকে সরাসরি পড়ে না। এটি একটি ট্যাঙ্কে সংগ্রহ করে রাখা হয়। বর্তমানে প্রায় সব বিমানেই ভ্যাকুয়াম টয়লেট আছে। বিমানের টয়লেটে জল ফ্ল্যাশ করার জন্য ব্যবহার করা হয় না, এটি ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে কমোড থেকে সরাসরি ট্যাঙ্কে যায়। এরপর বিমান ল্যান্ড করলে সেগুলো খালি করা হয়।

Image

১০) প্রশ্নঃ কোন প্রাণীর কামড়ে সবথেকে বেশি মানুষ মারা যায়?
উত্তরঃ মশা।

১১) প্রশ্নঃ লোহা ছাড়া এমন দুটি ধাতুর নাম বলুন তো যাদের চুম্বক আকর্ষণ করে?
উত্তরঃ নিকেল ও কোবাল্ট।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদিত হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

Image

১৩) প্রশ্নঃ কোন ঋতুতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কমে যায়?
উত্তরঃ শীতকালে।

১৪) প্রশ্নঃ কোন দেশের জাতীয় ফুল সূর্যমুখী?
উত্তরঃ ইউক্রেন।

১৫) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি যুদ্ধ করেছে?
উত্তরঃ ইংল্যান্ড।