পাকিস্তানের কোন শহরের নাম হিন্দু রাজার নামে রাখা হয়েছে?

হিন্দু রাজার নামে রাখা হয়েছে পাকিস্তানের কোন শহরটি?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এর প্রশ্নগুলি জেনে রাখা প্রয়োজন। কারণ এসএসসি থেকে শুরু করে রেলওয়ে বা ব্যাংকিংয়ের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ এই ধরনের প্রশ্ন করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীটি পুরুষ থেকে নারী হতে পারে?
উত্তরঃ অক্টোপাসই একমাত্র প্রাণীর যে পুরুষ থেকে মহিলাকে পরিবর্তিত হতে পারে।

২) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম স্কুল কোনটি এবং কোথায় অবস্থিত? 
উত্তরঃ সিটি মন্টেসরি স্কুল (CMS) বিশ্বের বৃহত্তম স্কুল। এই স্কুলটি ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের লখনৌ শহরে অবস্থিত। এখানে ৫৮ হাজারের বেশি ছাত্র এবং ৪৫০০ জন কর্মচারী রয়েছে।

৩) প্রশ্নঃ সাদা জিরাফ কোন দেশে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ আফ্রিকার কেনিয়া দেশে।

৪) প্রশ্নঃ স্কটল্যান্ড এর জাতীয় প্রাণী কোনটি, যার কোন অস্তিত্ব নেই?
উত্তরঃ ইউনিকর্ন।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের প্রথম বর্ষা আসে?
উত্তরঃ বর্ষা প্রথম ভারতের কেরালায় আসে।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মন্দির রয়েছে?
উত্তরঃ তামিলনাড়ুতে।

৭) প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় পশুর কোনটি?
উত্তরঃ ছাগল।

৮) প্রশ্নঃ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত।

৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন দেশে?
উত্তরঃ চীন দেশে।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘বাঘের রাজ্য’ বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশকে।

১১) প্রশ্নঃ ভারতের জাতীয় খাবার কী?
উত্তরঃ খিচুড়ি হলো ভারতের জাতীয় খাবার।

Image

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জল ব্যবহার করা হয়?
উত্তরঃ মহারাষ্ট্রে জলের ব্যবহার সবচাইতে বেশি।

১৩) প্রশ্নঃ সবরমতী নদী কোন শহরের তীরের প্রবাহিত হয়?
উত্তরঃ আমেদাবাদের তীরে প্রবাহিত হয়।

১৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি?
উত্তরঃ দিল্লী।

Image

১৫) প্রশ্নঃ পাকিস্তানের কোন শহরের নাম হিন্দু রাজার নামে রাখা হয়েছে?
উত্তরঃ হিন্দু রাজা মহারানা বাপ্পা রাওয়ালের (Maharana Bappa Rawal) নাম অনুসারে পাকিস্তানের রাওয়ালপিন্ডি (Rawalpindi) শহরের নাম রাখা হয়েছে।