এমন কী সেই জিনিস যা গরীবদের থাকে, কিন্তু বড় লোকেদের থাকে না?

বড় লোকেরদের নেই কিন্তু কোন জিনিস গরীবদের থাকে?

Interview Questions : সাধারণ জ্ঞানের মতই ধাঁধার প্রশ্নগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ অনেক চাকরির পরীক্ষার ইন্টারভিউটেও ধাঁধার প্রশ্ন করা হয়। আসলে এর মাধ্যমে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা যাচাই করার একটি দুর্দান্ত উপায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন…

১) প্রশ্নঃ ভারতের মাঝ বরাবর কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) শহরটি ভারতের মাঝ বরাবর অবস্থিত।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় অফিস কোন দেশে রয়েছে?
উত্তরঃ গুজরাটের সুরাটে পৃথিবীর সবচেয়ে বড় অফিস রয়েছে, যার নাম সুরাট ডায়মন্ড বুর্স। তবে এই অফিসে হিরে তৈরির যাবতীয় কাজকর্ম হয়।

৩) প্রশ্নঃ একজন স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ওজন কত হয়?
উত্তরঃ একজন স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ওজন ১.৫ কেজি হয়ে থাকে।

৪) প্রশ্নঃ কোন জৈব পদার্থ চিনির থেকেও ৩০০ গুন বেশি মিষ্টি?
উত্তরঃ স্যাকারিন (Saccharin) এমন একটি মিষ্টি জৈব পদার্থ যা চিনির থেকেও ৩০০ গুণ বেশি মিষ্টি।

৫) প্রশ্নঃ কোন সালে টাইটানিক (Titanic) জাহাজ আটলান্টিক মহাসাগরের অতলে ডুবে গিয়েছিল?
উত্তরঃ ১৯১২ সালের ১৫ই এপ্রিল রাতে টাইটানিক জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।

৬) প্রশ্নঃ কোন প্রাণীর লেজ কাটা পড়লে প্রাণীটি মারা যায়?
উত্তরঃ ঘোড়া একমাত্র প্রাণী যার লেজকাটা পড়লে মারা যায়।

৭) প্রশ্নঃ ভারতের কোথায় শকুনির (Shakuni) মন্দির রয়েছে?
উত্তরঃ আজও শকুনিকে ভিলেনের চরিত্রে দেখা গেলেও জানলে অবাক হবেন যে কেরালার কোল্লাম জেলায় শকুনির একটি মন্দির রয়েছে।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কী ছিল?
উত্তরঃ কল্যাণী শহরের আদি নাম ছিল রুজভেল্ট নগর (Roosevelt Nagar)।

৯) প্রশ্নঃ জানেন টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৬০৯ সালে গ্যালিলিও গ্যালিলি (Galileo Galilei) টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন।

১০) প্রশ্নঃ এমন কী সেই জিনিস যা গরীবদের থাকে, কিন্তু বড় লোকেদের থাকে না?
উত্তরঃ অভাব। আসলে বড়লোকেদের টাকা-পয়সার কখনোই অভাব হয় না, কিন্তু গরিবদের সব সময় টাকা-পয়সার অভাব লেগেই থাকে।