GK : ভারতের কোন রাজ্যটি স্বাধীনতার ১৪ বছর পর বিদেশীদের হাত থেকে মুক্তি পেয়েছিল?

ভারতের কোন রাজ্যটি ১৪ বছর পর স্বাধীনতার স্বাদ পেয়েছিল?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ উভয় ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষায় বাজিমাত করতে চান তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্ন: বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি?
ক) শ্রীলঙ্কা
খ) ভুটান
গ) ভারত
ঘ) নেপাল
উত্তর: ঘ) নেপাল (Nepal)।
— বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হল নেপাল, যেখানে মোট জনসংখ্যার ৮১.৩৪% মানুষ হিন্দু ধর্মাবলম্বী।

২) প্রশ্ন: ভারতের কোন শহরটি ‘ব্ল্যাক সিটি’ বা কালো নগরী নামে পরিচিত?
ক) কটক
খ) কলকাতা
গ) পাটনা
ঘ) সুরাট
উত্তর: খ) কলকাতা (Kolkata)।
— কলকাতা ব্ল্যাক সিটি নামে পরিচিত। কলকাতার ব্ল্যাক হোল হল হুগলি নদীর উপর তৎকালীন ব্রিটিশ-চালিত কারাগার। সেখানে ১৭৫৬ সালে যুদ্ধবন্দীরা মারা যায় যখন তারা একটি রাতের জন্য সঙ্কুচিত এবং বসবাসের অযোগ্য অবস্থায় ছিল।

Image

৩) প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে?
ক) কোচবিহার
খ) দক্ষিণ ২৪ পরগনা
গ) নদীয়া
ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তর: গ) নদীয়া (Nadia)।
— ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও এই নদীয়া জেলা ভারতের বাইরেই রয়ে যায়। এরপর তা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। সেই রীতি মেনে আজও ঐতিহ্যের সঙ্গে ১৮ আগস্ট পালন হয় স্বাধীনতা দিবস।

৪) প্রশ্ন: বিশ্বের কোন দেশটি ফুটবল ও ক্রিকেট উভয় বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে?
ক) অস্ট্রেলিয়া
খ) ভারত
গ) শ্রীলঙ্কা
ঘ) ইংল্যান্ড
উত্তর: ঘ) ইংল্যান্ড (England)।
— ১৯৬৬ সালে ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপে আর ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্যটি স্বাধীনতার ১৪ বছর পর বিদেশীদের হাত থেকে মুক্তি পেয়েছিল?
ক) কর্ণাটক কেরল
খ) অন্ধ্রপ্রদেশ
গ) গোয়া
ঘ) ওড়িশা
উত্তর: খ) গোয়া (Goa)।
— ভারত ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হলেও গোয়া তখনও পর্তুগিজ উপনিবেশ ছিল। বিদেশীদের হাত থেকে মুক্ত হতে আরও ১৪ বছর লাগে। ১৯৬১ সালের ১৯শে ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনী পর্তুগিজ শাসনের অবসান ঘটায় এবং গোয়াকে একটি স্বাধীন রাজ্যে পরিণত করে।