ইন্টারভিউ প্রশ্ন: এমন কী জিনিস যা বাঁহাতে ধরা যায়, কিন্তু ডান হাত দিয়ে ধরা যায় না?

Interview Questions: সরকারি হোক বা বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা বিশেষভাবে প্রস্তুতি নেয়। তবে ইন্টারভিউ কে সবচেয়ে বড় কঠিন ধাপ বলে মনে করা হয়। যারা ইন্টারভিউ নেন তারা সিলেবাসের বাইরে ও এমন কিছু প্রশ্ন করে থাকে যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। আসলে তাদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। বিগত কয়েক বছরে এই ধরনের প্রশ্নগুলো করা হয়েছে, এবার তা উত্তরসহ দেখে নেওয়া যাক। 

১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?
উত্তরঃ TISCO (Tata Iron and Steel Company), জামশেদপুর।

২) প্রশ্নঃ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি?
উত্তরঃ তামা।

৩) প্রশ্নঃ কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না?
উত্তরঃ হেপারিন।

৪) প্রশ্নঃ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তরঃ অ্যারিস্টোটল।

৫) প্রশ্নঃ ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডক্টর বি.আর. আম্বেদকর।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে গম উৎপন্ন হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

৭) প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল?
উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।

৮) প্রশ্নঃ বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ আলভা এডিশন।

৯) প্রশ্নঃ বিশ্ব ব্যাঙ্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত
উত্তরঃ ওয়াশিংটন, আমেরিকা।

১০) প্রশ্নঃ মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ হোমো স্যাপিয়েন্স।

১১) প্রশ্নঃ ভারতের সর্বপ্রথম ব্যাঙ্ক এর নাম কি?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।

১২) প্রশ্নঃ চাঁদের পাহাড় বইটির লেখক কে? 
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১৩) প্রশ্নঃ ভারতে প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন কে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর।

১৪) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
উত্তরঃ ৪৪ নম্বর জাতীয় সড়ক পথ (এনএইচ, ৪৪)। এটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে শেষ হয়।

১৫) প্রশ্নঃ এমন কী জিনিস যা বাঁহাতে হাতে ধরা যায়, কিন্তু ডান হাত দিয়ে ধরা যায় না?
উত্তরঃ ডান হাত, কারণ আপনি আপনার ডান হাত দিয়ে ডান হাতকে ধরতে পারবেন না।