উড়ে এসে জুড়ে বসেন বলিউডে, কোটি কোটি টাকা লুটেছেন এই ৫ জন পাকিস্তানি তারকা

Pakistani artists: বলিউডে কাজ করার ইচ্ছা প্রায় সব ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের স্বপ্ন। তবে শুধুমাত্র দেশের নয়, বিদেশেরও বহু শিল্পী বলিউডে কাজ করেছেন। পাকিস্তানি তারকারাও বলিউড থেকে কোটি কোটি টাকা লুটেছেন। তবে শুধু পাক অভিনেতারাই নন, বেশ কিছু জনপ্রিয় গায়কও বলিউডে বেশ কিছু সময় ধরে রাজত্ব করেছেন। এই প্রতিবেদনে এমনই ৫ জন পাকিস্তানি তারকাদের নাম তুলে ধরা হল।

আলি জাফর (Ali Zafar): পাকিস্তানের সব নামিদামি অভিনেতাদের মধ্যে তিনি একজন। তবে অভিনয় জগতে হাতে খড়ি হয়েছিল এই বলিউডেই। অভিনেতা একগুচ্ছ জনপ্রিয় বলিউড সিনেমাতে কাজ করেছেন। যেমন ‘মেরে ব্রাদার কি দুলহান’ (Mere Brother Ki Dulhaan), চশমে বদ্দুর, কিল দিল, তেরে বিন লাদেন উল্লেখযোগ্য। 

ফাওয়াদ খান (Fawad Khan): পাকিস্তানের ললিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম। আজও ভারতের বহু ভক্তের মাঝে তাকে নিয়ে ক্রেজ লক্ষ্য করা যায়। তিনিও বলিউডের কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ‘খুবসুরাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ Ae Dil Hai Mushkil), ‘কাপুর এন্ড সন্স’ উল্লেখযোগ্য। 

মাহিরা খান (Mahira Khan): একাধিক সুপারহিট পাকিস্তানি ছবিতে অভিনয় করা মাহিরার নামও এই লিস্টে রয়েছে। তিনি শাহরুখ খান অভিনীত ‘রইস’ (Raees) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। তবে এরপর আর কোনও ছবিতে মাহিরার দেখা মেলেনি। কারণ ২০১৬ সালের পর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের এদেশে ব্যান করে দেওয়া হয়। 

ইমরান আব্বাস নকভি (Imran Abbas Naqvi): পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেতা হলেন ইমরান। যদিও বলিউডে এসেছিলেন ভাগ্য পরীক্ষার জন্য, কিন্ত তাতে খুব একটা সাফল্য অর্জন করতে পারেন নি। তিনি ‘ক্রিয়েচার’, ‘জানিসার’-এর মত ছবিতে অভিনয় করেছেন। ২০১৬ সালের পর তাকেও ফিরে যেতে হয়েছে নিজের দেশে।

Image

মাওরা হুসেইন (Mawra Hussain): মাওরার কেরিয়ারের অন্যতম সাফল্যে হিসেবেই ধরা দেয় ‘সনম তেরি কসম’ (Sanam Teri Kasam) ছবিটি। এই ছবির মধ্য দিয়েই বলিউডে একটু একটু করে জনপ্রিয়তা অর্জন করছিলেন। কিন্তু পাকিস্তানি শিল্পীরা ভারতে ব্যান হয়ে যাওয়ার পর অন্যান্যদের মত মাওরাকেও তার নিজের দেশে ফিরে যেতে হয়।