GK প্রশ্ন : ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার জলপথটি কী নামে পরিচিত?

ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন উপসাগর?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনার সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা অবশ্যই উচিত। মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই ধরনের তথ্যগুলি জানার চেষ্টা করে। তাই আপনিও পরীক্ষায় সফল হতে চাইলে এই ধরনের প্রশ্নগুলি নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ কষ্ট পেয়ে কাঁদলে কোন চোখ দিয়ে আগে জল বের হয়?
উত্তরঃ কষ্ট পেয়ে কাঁদলে বাম দিকের চোখ দিয়ে আগে জল বের হয়।

২) প্রশ্নঃ আমাদের চোখের পাতায় যে লোম থাকে সেই লোম কতদিন পর ঝড়ে যায়?
উত্তরঃ প্রায় ৫ মাসের মধ্যে চোখের পাতার লোম ঝড়ে যায়।

৩) প্রশ্নঃ কোন দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল?
উত্তরঃ ফ্রান্স দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল।

Image

৪) প্রশ্নঃ কতগুলি মৌমাছি একসাথে কামড়ালে একজন মানুষের মৃত্যু হতে পারে?
উত্তরঃ ১০০০টি বেশি মৌমাছি কামড়ালে একজন মানুষের মৃত্যু হতে পারে।

৫) প্রশ্নঃ কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে?
উত্তরঃ জাপান গোবর থেকে তেল তৈরি করেছে।

৬) প্রশ্নঃ নীল আধার কার্ড কী?
উত্তরঃ নীল বা চাইল্ড আধার কার্ড হলো পাঁচ বছর পর্যন্ত ছোট বাচ্চাদের আধার কার্ড।

৭) প্রশ্নঃ আপনি কি জানেন যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ আসলে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৮) প্রশ্নঃ কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) আবিষ্কার করেছেন?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) টিম বার্নার্স লি আবিষ্কার করেছিলেন।

৯) প্রশ্নঃ ভারতের কোন শহরটি ‘কলার শহর’ নামে পরিচিত?
উত্তরঃ মহারাষ্ট্রের জলগাঁও শহরটি কলার শহর হিসাবে পরিচিত, কারণ এখানে প্রতি হেক্টরে ৭০ টন কলা চাষ করা হয়।

Image

১০) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার জলপথটি কী নামে পরিচিত?
উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার জলপথটি মান্নার উপসাগর নামে পরিচিত।