GK প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘লক্ষ্মী দেবীর জেলা’ বলা হয়?

লক্ষ্মী দেবীর জেলা বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে?

General Knowledge Quiz : পশ্চিমবঙ্গের বর্তমানে ২৩টি জেলা রয়েছে এবং প্রতিটি জেলার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে কিছু জেলা ডাকনামও রয়েছে। তেমনি একটি হলো পশ্চিমবঙ্গের লক্ষ্মী দেবীর জেলা। আপনি কি জানেন সেই জেলাটির নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

১) প্রশ্নঃ বর্তমানে ভারতের সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয় বর্তমান ভারতের সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয় (১৮৫৭ সাল)।

২) প্রশ্নঃ সেমিকোলোন কে বাংলায় কী বলে?
উত্তরঃ যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন।

৩) প্রশ্নঃ সূর্যের মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি থাকে?
উত্তরঃ সূর্যের মধ্যে সবথেকে বেশি রয়েছে হাইড্রোজেন গ্যাস।

৪) প্রশ্নঃ কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন?
উত্তরঃ আসলে কালো রং যত তাড়াতাড়ি তাপ শোষণ করে, ঠিক তত তাড়াতাড়ি তা বিকিরণ করে দেয়, যার জন্য চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে?
উত্তরঃ রাজস্থানে রাবণের মন্দির আছে।

Image

৬) প্রশ্নঃ কোন গাছকে শান্তির প্রতীক বলা হয়?
উত্তরঃ জলপাই গাছকে শান্তির প্রতীক বলা হয়।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জলের অপচয় হয়?
উত্তরঃ মহারাষ্ট্র রাজ্যে সবথেকে বেশি জলের অপচয় হয়।

৮) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়টি বিহার রাজ্যে অবস্থিত।

৯) প্রশ্নঃ দেবী সরস্বতীর উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ঋকবেদে প্রথম দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘লক্ষ্মী দেবীর জেলা’ বলা হয়?
উত্তরঃ আসলে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বলে, একে লক্ষ্মী দেবীর জেলা বলা হয়। আবার এটি ‘ধানের গোলা’ নামে পরিচিত।