GK : ‘সনাতন’ শব্দের অর্থ কী? এর আসল উত্তর জানলে অবাক হবেন

সনাতন শব্দের প্রকৃত অর্থ কী জানেন?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের তথ্যগুলি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। এসএসসি ব্যাংকিং ও রেলওয়ে যেকোনো ধরনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি আসে, এমনকি ইন্টারভিউতেও করা হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাজিমাত করতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ কোন ভারতীয় প্রথম আইসিএস (ICS) হয়েছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর (Satyendranath Tagore)।

২) প্রশ্নঃ G-20 নামের মধ্যে ‘G’ এর অর্থ কী?
উত্তরঃ G-20 হল ২০টি দেশের একটি দল যেখানে প্রতিবছর রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় মিলিত হন। এখানে G মানে হলো গ্রুপ। প্রকৃতপক্ষে, এই দেশগুলোকে ‘Group of Twenty’ বলা হয়।

৩) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে এখনও পর্যন্ত মোট কতবার যুদ্ধ হয়েছে?
উত্তরঃ মোট ৪ বার (১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সাল)।

৪) প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহ ত্যাগ করেন?
উত্তরঃ ১৯৪১ সালে।

৫) প্রশ্নঃ পি. এন. ঠাকুর ছদ্মনাম কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন?
উত্তরঃ রাসবিহারী বসু (Rash Behari Bose)।

Image

৬) প্রশ্নঃ সিন্ধু সভ্যতার বাড়ি গুলি কী দ্বারা তৈরি ছিল?
উত্তরঃ পোড়ামাটির ইট।

) প্রশ্নঃ শান্তির মানুষ (Man of Peace) নামে পরিচিত কে?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahadur Shastri)।

৮) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার (Nobel Prize) লাভ করেছিলেন কত সালে?
উত্তরঃ ১৯১৩ সালে।

৯) প্রশ্নঃ ‘সনাতন’ (Sanatana) শব্দের আসল অর্থ কী? 
উত্তরঃ সনাতন একটি সংস্কৃতি শব্দ, যার অর্থ হল ‘চিরন্তন ধর্ম’ বা ‘চিরন্তন পন্থা’। সনাতন ধর্ম অপরিবর্তনশীল অর্থাৎ যে ধর্মের কখনো পরিবর্তন বা বিনাশ হয় না, তাই সনাতন ধর্ম।

১০) প্রশ্নঃ মাছকে জলের ভেতরে যেতে এবং ভেসে উঠতে সাহায্য করে কোনটি?
উত্তরঃ বক্ষ ও শ্রেনী পাখনা।