GK কুইজ : কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?

ভারতের প্রমাণ সময় ও কলকাতা শহরের মধ্যে সময়ের পার্থক্য কত জানেন?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকা খুবই প্রয়োজন। এছাড়া সাধারণ জ্ঞানের বিষয়গুলি মানুষে পড়তেও ভালোবাসে আর দেশ-বিদেশের অনেক তথ্য জানা যায়। এমন পরিস্থিতিতে এই প্রতিবেদনে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজ বৃদ্ধিতে সহায়তা করবে।

১) প্রশ্নঃ কোন দেশের মানুষ বিড়ালকে দেবতার মতো পূজা করে?
উত্তরঃ মিশরের মানুষ বিড়ালকে দেবতা হিসেবে পূজা করে।

২) প্রশ্নঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) কত সালে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ ১৯৫৫ সালে।

৩) প্রশ্নঃ ভারতের কত টাকা নোটের উপরে মঙ্গল যানের (The Mars Orbiter Mission) ছবি দেওয়া রয়েছে?
উত্তরঃ ২০০০ টাকার নোটের পিছন দিকে।

৪) প্রশ্নঃ দিন ও রাতের মধ্যে অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে মানুষের শরীরে ওজন কখন কম হয়?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, চাঁদ যখন সরাসরি মানুষের মাথার উপর অবস্থান করে তখন মানুষের শরীরের ওজন কিছুটা কম অনুভূত হয়।

৫) প্রশ্নঃ ভারতের কোথায় ভুটিয়া উপজাতি মানুষ দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ভারতের উত্তরাঞ্চলের গাড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলে ভুটিয়া উপজাতির মানুষ দেখতে পাওয়া যায়।

Image

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পারদ্বীপ বন্দর অবস্থিত রয়েছে?
উত্তরঃ ওড়িশার রাজ্যে পারদ্বীপ বন্দর অবস্থিত রয়েছে।

৭) প্রশ্নঃ ICC অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ দুবাইতে।

৮) প্রশ্নঃ কোন উদ্ভিদকে সঞ্জীবনী বুটির (Sanjeevani Booti) সাথে তুলনা করা হয়?
উত্তরঃ তুলসীকে।

Image

৯) প্রশ্নঃ কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?
উত্তরঃ ২৪ মিনিট।

১০) প্রশ্নঃ মেয়েদের চুলে পুরুষদের হাত দিতে নেই কেন?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, মেয়েদের চুলের গোড়ায় বিশেষ উদ্দীপনা গ্রন্থি থাকে, তাই মেয়েদের তুলে হাত দিতে অনেকেই নিষেধ করে।