GK : বাংলাদেশের জাতীয় ফল কোনটি, যা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন না?

জানেন বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রেই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া প্রার্থীরা নিয়মিত এই ধরনের তথ্যগুলি সংগ্রহ করার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল। এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র হল সৌরজগতের উষ্ণতম গ্রহ, যার তাপমাত্রা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক?
উত্তরঃ উত্তর প্রদেশ রাজ্যের লোকসভার আসন সর্বাধিক (৭৯টি)।

৩) প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ সিকে নাইডু ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম অধিনায়ক (১৯৩২ সাল)।

৪) প্রশ্নঃ তৃষ্ণার্ত ফসল বলা হয় কোন ফসল কে?
উত্তরঃ ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়।

৫) প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি?
উত্তরঃ আন্টার্টিকার ল্যাম্বার্ট (Lambert Glacier) পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম মহাদেশীয় হিমবাহ।

Image

৬) প্রশ্নঃ ডেঙ্গু বা ডেঙ্গি ভাইরাসের নাম কি জানেন?
উত্তরঃ ডেঙ্গু ভাইরাসের নাম ফ্ল্যাভিভাইরাস।

৭) প্রশ্নঃ বলুন তো ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সূত্রপাত কোথায় ঘটেছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে ভারতের সিপাই বিদ্রোহ বা জাতীয় মহাবিদ্রোহের প্রথম সূত্রপাত ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে, কলিকাতার উপকন্ঠে উত্তর চব্বিশ পরগণা জেলার ব্যারাকপুরে।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের হরিণঘাটায় কোন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে?
উত্তরঃ হরিণঘাটায় দুধ ও দুগ্ধজাত দ্রব্য এর প্রক্রিয়াকরণশিল্প গড়ে উঠেছে।

৯) প্রশ্নঃ আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ। অস্ট্রেলিয়া, চীন ও ব্রাজিলের পরেই ভারতের স্থান।

Image

১০) প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কোনটি, যা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন না?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় ফল হল কাঁঠাল, যা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন না। এমনকি এর গন্ধও অনেকে সহ্য করতে পারে না।