GK : জানেন বিশ্বের কোন নদীটি ‘ভারতের গঙ্গা’ নামে পরিচিত?

‘ভারতের গঙ্গা’ নামে পরিচিত বিশ্বের কোন নদীটি?

General Knowledge Quiz : প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে বড় কোন পদে চাকরি করার। তাই অনেকেই রয়েছেন যারা নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জানার চেষ্টা করে। আসলে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ সংবিধানে ভারতীয়দের কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব রয়েছে?
উত্তরঃ এক নাগরিকত্বের অস্তিত্ব রয়েছে ভারতীয় সংবিধানে।

২) প্রশ্নঃ কালাজ্বর রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়?
উত্তরঃ প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় কালাজ্বর রোগ।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছিলেন কে?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালচারী, যিনি আবার ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলও।

৪) প্রশ্নঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কবে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ ১৯৫০ সালের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ কারখানা স্থাপিত হয়।

৫) প্রশ্নঃ তিব্বত মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ?
উত্তরঃ তিব্বত মালভূমি আসলে পর্বত বেষ্টিত মালভূমি।

Image

৬) প্রশ্নঃ উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে, এর কারন কি?
উত্তরঃ আমাদের শরীরের তাপ বাইরে বের হতে দেয় না।

৭) প্রশ্নঃ জানেন দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন।

৮) প্রশ্নঃ দিল্লির লালকেল্লা কোন শিলা দ্বারা গঠিত হয়েছে?
উত্তরঃ শাহজাহান নির্মিত বেলেপাথর দিয়ে গঠিত হয় দিল্লির লালকেল্লা।

৯) প্রশ্নঃ অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরু নির্মাণ করেন?
উত্তরঃ গুরু রামদাস অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছিলেন।

Image

১০) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন নদীটি ‘ভারতের গঙ্গা’ নামে পরিচিত?
উত্তরঃ ইংল্যান্ডের টেমস নদীকে (River Thames) ভারতের গঙ্গা বলা হয়, যার তীরে লন্ডন শহরটি অবস্থিত।