ভারতের এই রাজ্যগুলিতে বাইরের মানুষ জমি কিনতে পারবেন না?

বাইরের মানুষের জমি কেনার অধিকার নেই ভারতের কোন রাজ্যগুলিতে?

Indian States: প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তার নিজের বাড়ি তৈরি করা এবং সেখানে বসবাস করা। অনেক সময় নিজস্ব রাজ্য ছাড়াও অন্য কিছু রাজ্যের আবহাওয়া এবং পরিবেশ আমাদের আকৃষ্ট করে তোলে এবং সেখানে একটি জমি কেনা বা বাড়ি তৈরি করার ইচ্ছা জাগে।

কিন্তু আপনি কি জানেন যে ভারতের এমন কিছু রাজ্য রয়েছে যেখানে বহিরাগতদের জমি কেনার অনুমতি নেই। এবার এই প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের কোন কোন রাজ্যগুলিতে আপনি জমি কিনতে বা বাড়ি তৈরি করতে পারবেন না।

হিমাচল প্রদেশ (Himachal Pradesh): পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়া প্রত্যেকেরই স্বপ্ন থাকে কারণ এখানকার পরিবেশের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। তাই প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ হিমাচল প্রদেশে ঘুরতে যান কিন্তু এখানে কারোর জমি কেনার অনুমতি নেই। ১৯৭২ সালের ভূমি আইনের ধারা অনুযায়ী, একজন অ-কৃষক বা বহিরাগত ব্যক্তি হিমাচল প্রদেশে জমি কিনতে পারবেন না।

নাগাল্যান্ড (Nagaland): ১৯৬৩ সালে এই রাজ্যটি গঠিত হওয়ার পর, নাগাল্যান্ডের একটি বিশেষ অধিকার হিসেবে ৩৭১ এ ধারায় একটি বিধান রয়েছে, যার অধীনে বলা হয়েছে সেখানে বহিরাগতদের জমি কেনার অধিকার নেই।

সিকিম (Sikkim): শুধুমাত্র সিকিমের বাসিন্দারায় সিকিমের জমি কিনতে পারেন। ভারতীয় সংবিধানের ৩৭১ এএফ ধারায় বলা হয়েছে, বহিরাগতদের কাছে জমি বা সম্পত্তি বিক্রি এবং ক্রয় করা নিষিদ্ধ। এমনকি এই রাজ্যের উপজাতীয় এলাকায় শুধুমাত্র আদিবাসীরাই জমি ও সম্পত্তি কিনতে পারবেন।

অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh): উত্তর-পূর্ব রাজ্যের সবচেয়ে সুন্দরতম রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ এবং এটি মানুষের পছন্দের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এই রাজ্যে সম্পত্তি কেনার অনুমতি নেই। এখানে সরকারি অনুমোদনের পরই কিছু জমি হস্তান্তর করা হয়।

মিজোরাম (Mizoram): মিজোরামেও ৩৭১জি ধারার বিশেষ বিধান অনুযায়ী সম্প্রতি ক্রয় ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখানে বসতি স্থাপনের মালিকানা অধিকার আছে শুধুমাত্র আদিবাসীদের।

আসাম (Assam): আসামে ৩৭১বি ধারা অনুযায়ী, বহিরাগতদের জমি কেনার অধিকার নেই।

মণিপুর (Manipur): মানুষ প্রতিবছর দর্শনীয় স্থান দেখার জন্য মণিপুর যেতে পছন্দ করেন। কিন্তু এখানেও বহিরাগতদের জমি কেনার উপর নিষেধাজ্ঞা রয়েছে। অনুচ্ছেদ ৩৭১বি ধারায় বলা হয়েছে, শুধুমাত্র মণিপুরের লোকেরা জমি কিনতে ও বিক্রয় করতে পারবেন।

 

মেঘালয় (Meghalaya): প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা ভারতের রাজ্যটি হল মেঘালয়। মেঘালয়ে দর্শনীয় স্থান দেখার এবং থাকার মত অনেক জায়গা রয়েছে। কিন্তু সংবিধানের বিশেষ বিধান অনুসারে বাইরে রাজ্যের লোকেরা সেখানে জমি কিনতে পারবেন না।