ইন্টারভিউ প্রশ্ন: JIO সিমের সম্পূর্ণ অর্থ কী? ৯৯% মানুষের অজানা

জানেন JIO সিম কোম্পানির পূর্ণরূপ কী?

Interview Questions: যেকোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করার প্রতিটি ছাত্রছাত্রী স্বপ্ন থাকে। এর জন্য তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। সাধারণ জ্ঞান, বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হয়। লিখিত পরীক্ষা তাদের কাছে সহজ মনে হলেও ইন্টারভিউ ক্লিয়ার করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এই সময় যারা ইন্টারভিউ নেন এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসা হল…

১) প্রশ্নঃ ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি?
উত্তরঃ নভরাসা।

২) প্রশ্নঃ এশিয়ার সবথেকে বড় হেলিকপ্টার ফ্যাক্টরি কোথায় উদ্বোধন হয়েছে?
উত্তরঃ  তামাকুরু (কর্ণাটক)।

৩) প্রশ্নঃ সম্প্রতি কোন গায়ক ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে “Best Playback Singer (Male)” হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ  অরিজিৎ সিং। 

৪) প্রশ্নঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১ এপ্রিল ( ১৯৩৫ খ্রিস্টাব্দে)।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটগুলিতে চালু হবে?
উত্তরঃ ডিসেম্বর ২০২৩ নাগাদ ভারতের ৮টি ঐতিহ্যপূর্ণ রুটে। 

৬) প্রশ্নঃ সম্প্রতি 6 ফেব্রুয়ারি 2023 কোন দেশে ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গেছেন?
উত্তরঃ তুরস্ক ও সিরিয়াতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান কে দখল করেছেন?
উত্তরঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

৮) প্রশ্নঃ বাংলার ‘অক্সফোর্ড’ বলা হয় কাকে?
উত্তরঃ নদীয়াকে।

৯) প্রশ্নঃ জিম্বাবুয়ের রাজধানীর নাম কি?
উত্তরঃ হারারে।

১০) প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।

১১) প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে।

১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

১৩) প্রশ্নঃ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬১ সালে।

১৪) প্রশ্নঃ জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তরঃ লিভার।

১৫) প্রশ্নঃ JIO সিম কোম্পানির সম্পূর্ণ অর্থ কি?
উত্তরঃ Joint Implementation Opportunity।