আইপিএলের ইতিহাসে ৫টি দ্রুততম হাফসেঞ্চুরি, সবাইকে পিছনে ফেললেন যশস্বী জয়সওয়াল

IPL-র ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ফিফটি করার রেকর্ড করেছেন যারা

Fastest Half Century in IPL: ২০২৩ আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন। আর এবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান করলেন তিনি।

১৫০ রানের টার্গেট নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন যশস্বী এবং তার অপরাজিত ৯৮ রানের ইনিংসে সাজানো ছিল ৫টি ছক্কা এবং ১২টি চার। এইসময় মাত্র ১৩ বলে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। 

আইপিএলের ইতিহাসে ৫টি দ্রুততম হাফসেঞ্চুরি

কেএল রাহুল (KL Rahul): আইপিএলের ইতিহাসে এতদিন দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল কেএল রাহুলের নামে। ২০১৮ সালে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। তার এই ৫১ রানের ঝড়ো ইনিংসটিতে সাজানো ৪টি ছক্কা এবং ৬টি চার। 

প্যাট কামিন্স (Pat Cummins): আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি করার তালিকায় রয়েছেন প্যাট কামিন্সও। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপকে ছারখার করে মাত্র ১৫ বলে ৫৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার এই ইনিংসে সাজানো ছিল ৬টি ছক্কা ও ৪টি চার।

ইউসুফ পাঠান (Yusuf Pathan): এই তালিকায় রয়েছেন কেকেআরের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানও। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৫ বল খেলে হাফসেঞ্চুরি করেন। তার ৭২ রানের ইনিংসটিতে সাজানো ছিল ৭টি ছক্কা ও ৫টি চার।  

সুনীল নারিন (Sunil Narine): আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম লিখিয়েছেন কেকেআরের স্পিনার সুনীল নারিনও। ২০১৭ সালে আরসিবি-র বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। তার এই ৫৪ রানের ইনিংসে সাজানো ছিল ৪টি ছক্কা ও ৬টি চার।  

নিকোলাস পুরান (Nicholas Pooan): ২০২৩ আইপিএলে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন লখনৌ সুপারজায়ান্টসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান। আরসিবি-র দেওয়া ২১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি।