GK কুইজ : ভারতের কোন জায়গায় গেলে মনে হবে আপনি ১০০ বছর পিছিয়ে গিয়েছেন?

এক ঝটকাই প্রাচীনকালে চলে যাবেন ভারতের কোন জায়গায় এলে?

General Knowledge Quiz : আপনি যদি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিতভাবে জেনে রাখা উচিত। এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ে ইত্যাদি পরীক্ষাগুলিতে বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রবেশ করতে হলে ৫২টি দরজা অতিক্রম করতে হবে?
উত্তরঃ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, ওখানে পৌঁছাতে ৫২টি দরজা অতিক্রম করতে হয়। এইজন্য শহরটি ‘দরজার শহর’ নামেও পরিচিত।

২) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন?
উত্তরঃ কর্ণেলিয়া শোরাবজী (Cornelia Shorabjee), যিনি ভারতে প্রথম মহিলা উকিল এবং ভারত ও ব্রিটেনের ওকালতি করা প্রথম মহিলা।

৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম জেলাটির নাম কী?
উত্তরঃ গুজরাটের কচ্ছ ভারতের বৃহত্তম জেলা।

৪) প্রশ্নঃ ভারতের কোন শহরকে প্রতারকদের শহর বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে প্রতারকদের শহর বলা হয়।

৫) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ নতুন দিল্লিকে (New Delhi) ভারতের ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়।

Image

৬) প্রশ্নঃ গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ হিলিয়াম, হাইড্রোজেন ইত্যাদি।

৭) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তরঃ বৌঠাকুরাণীর হাট।

৮) প্রশ্নঃ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় কী বলে?
উত্তরঃ অবিমৃষ্যকারী।

৯) প্রশ্নঃ নোবেল পুরস্কার কার নাম অনুসারে দেয়া হয়?
উত্তরঃ আলফ্রেড নোবেল (Alfred Nobel), যিনি ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং সমাজসেবী।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন জায়গায় গেলে মনে হবে আপনি ১০০ বছর পিছিয়ে গিয়েছেন?
উত্তরঃ আসলে কর্নাটকের মাত্তুর (Mattur) গ্রামের কথা বলা হয়েছে, যেখানে সকলেই সংস্কৃত ভাষায় কথা বলেন এবং অতীতকালের মতই সংস্কৃতি ও আচার-আচরণ দেখা যায়।