এক মার্কিন মহিলা স্বামীজীকে বিয়ের প্রস্তাব দিলে, এর উত্তরে কি বলেছিলেন বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ একজন দার্শনিক, আধ্যাত্মিক গুরু ও হিন্দু ধর্মের প্রচারক। তিনি যুবকদের জন্য অনুপ্রেরণা, তাই প্রতি বছর তাঁর জন্মদিনে ‘যুব দিবস’ হিসাবে পালিত হয়। আমেরিকায় হিন্দু ধর্মপ্রচারকারী বিবেকানন্দের বাণীগুলি যদি কোন হতাশাগ্রস্ত ব্যক্তি মন দিয়ে পড়েন তাহলে তিনি তার জীবনের একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেতে পারেন। 

Swami Vivekananda: 5 inspiring quotes we need in our lives today -  Lifestyle News

একবার স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেলে, একজন মহিলা তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। স্বামীজি যখন মহিলার কাছে জানতে চাইলেন তার উদ্দেশ্য কী? তখন মহিলার উত্তর ছিল, তিনি স্বামীজির জ্ঞানে খুবই মুগ্ধ আর বিয়ে করলে তারই মতোই একটা জ্ঞানী সন্তান পাবেন।

Read scathing remarks of saint Swami Vivekanada on Mohammedans

এই বিষয়ে স্বামীজি মহিলাকে বলেছিলেন যে, যেহেতু তিনি কেবল তাঁর জ্ঞানে মুগ্ধ, তাই কোনও সমস্যা নেই। তবে আপনার ইচ্ছাটাও বুঝতে পেরেছি। বিয়ে করতে ও একটি শিশুকে এই পৃথিবীতে আনতে এবং তারপরে সে বুদ্ধিমান হবে কিনা তা জানতে অনেকটা সময় লাগবে বা এমনটা যে হবে তার কোনও গ্যারান্টি নেই।’

এরপর স্বামীজি বলেন, ‘এর পরিবর্তে আমি আপনাকে আপনার ইচ্ছা পূরণের জন্য একটি পরামর্শ দিতে পারি। তুমি আমাকে তোমার সন্তান হিসাবে গ্রহণ করো। তাহলে তুমি আমার মা হবে আর আমার মতো জ্ঞানী সন্তান পেয়ে তোমার ইচ্ছাও পূরণ হয়ে যাবে।’