বেতন দু’লাখ, সন্তানদের পড়াশোনা আমেরিকায়! আর কী কী সুবিধা পান আম্বানীর কর্মচারীরা?

Mukesh Ambani’s employees: মুকেশ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম। মুকেশ এবং তাঁর স্ত্রীর জীবনযাপন করার ধরন রাজাদের থেকে কোনও অংশে কম নয়। তার কোম্পানির কর্মচারীদের উপহার দেন কয়েক কোটি টাকার বাড়ি। সন্তানদের বিয়েতেও হাজার হাজার কোটি টাকা খরচ করা তার কাছে কোন বেপারই না। কিন্তু জানেন কি বাড়ির রাঁধুনিদের কত টাকা করে বেতন দেন এই ভারতীয় ধনকুবের? অন্য সাধারণ রাঁধুনির তুলনায় আর কী কী বাড়তি সুবিধা পান আম্বানি পরিবারের পরিচারকেরা?

ব্যপক সম্পত্তি থাকা সত্ত্বেও তাঁর স্বভাব অত্যন্ত নম্র ও তিনি বিনয়ী হিসেবে বহুল পরিচিত। আম্বানিরা যে পাত্রে চা পান করেন তা থেকে শুরু করে তাদের ডিনারের প্লেট পর্যন্ত সব বাসনপত্রই কোটি কোটি টাকা মূল্যের। আর যাঁরা আম্বানি পরিবারের জন্য রান্না করেন তাঁদের বেতন শুনলে লজ্জা পাবেন যে কোনও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মীরাও। এক রিপোর্টে বলা হয়েছে , দিল্লির বিধায়কদের তুলনায় বেশি বেতন পান মুকেশ আম্বানির বাড়ির রাঁধুনি।

এক প্রতিবেদন অনুযায়ী, প্রতি মাসে বেতন বাবদ ২ লক্ষ টাকা করে পান আম্বানি পরিবারের রাঁধুনিরা। আসলে মুকেশ আম্বানি আগাগোড়া স্বাস্থ্য সচেতন হওয়ায় তার খাবার দাবার এর প্রতি বিশেষ সচেতন। ১৯৭০ সাল নাগাদ কলেজে পড়াশোনার সময় থেকেই নিরামিষ খাবারের দিকে ঝোঁক বাড়ে এই ধনকুবেরের।

আম্বানি পরিবারের রাঁধুনিরা একাধিক ভাষায় সাবলীল। রয়েছে নামীদামি বিদেশি সংস্থায় পড়াশোনা এবং কাজ করার অভিজ্ঞতা। বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়ায় রাঁধুনিদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে এবং তাদের যাতায়াতের জন্যও নাকি আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা রয়েছে।

Mukesh Ambani celebrates his birthday today | RITZ

উচ্চ বেতনের পাশাপাশি আরো অনেক সুবিধা পেয়ে থাকেন আম্বানি পরিবারের কর্মীরা। তাঁদের সন্তানদের পড়াশোনার খরচ ও যাতে তারা আমেরিকার স্কুলে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাও করা হয় রিলায়্যান্স গোষ্ঠীর তরফে। এই কর্মীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে বিমারও সুবিধা রয়েছে।