ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? ৯৯% উত্তর দিতে পারেননি

Interview Questions: প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে বড় কোন সংস্থায় বড় পদে চাকরি করা তাই এর জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নেয়। অনেক সময় চাকরিতে উত্তীর্ণ হলেও ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে তারা ঘাবড়ে যান। আসলে এর উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। তাই ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এবং উত্তর দিন।

১) প্রশ্নঃ কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে?
উত্তরঃ ১৯৮৪ সালে।

২) প্রশ্নঃ মেগাস্থানিসের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ ইন্ডিকা (এতে ভারত ভ্রমণের বিবরণের কথা লেখা আছে)।

৩) প্রশ্নঃ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।

৪) প্রশ্নঃ জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক?
উত্তরঃ মালয়েশিয়া।

৫) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তরঃ পরমবীর চক্র।

৬) প্রশ্নঃ বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ আসাম।

৭) প্রশ্নঃ ক্লোরোফ্লোরো কার্বনের একটি উৎসের নাম কি?
উত্তরঃ জেট বিমান।

৮) প্রশ্নঃ ভূমিকম্প সময় কত ধরনের তরঙ্গের সৃষ্টি হয়?
উত্তরঃ তিন ধরনের।

৯) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তরঃ নবীনচন্দ্র সেন।

১০) প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে কত সালে?
উত্তরঃ ১৭৬৫ সালে।

১১) প্রশ্নঃ ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি?
উত্তরঃ ঘূর্ণন গতি।

১২) প্রশ্নঃ X-ray (এক্সরে) কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ ইলেকট্রন।

১৩) প্রশ্নঃ সিরাজদৌল্লা কত সালে বাংলার সিংহাসনে বসেছিল?
উত্তরঃ ১৭৫৬ সালে।

১৪) প্রশ্নঃ ‘The Race of My Life’ আত্মজীবনী টি কার লেখা?
উত্তরঃ মিলখা সিং।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে?
উত্তরঃ গরম মসলা। আসলে ফ্রিজে অবস্থা যেমনই হোক না কেন তার নামটা ‘গরম’ই থাকে।