আইপিএলের সেরা পাঁচটি বোলিং ফিগার; পঞ্চম স্থানে হলেন জসপ্রিত বুমরাহ

বুম বুম বুমরাহ ইজ ব্যাক….! চলতি আইপিএলে জসপ্রিত বুমরাহর পারফর্ম নিয়ে অনেকেই কটুক্তি করা শুরু করেছিলেন। তার বোলিং পারফর্ম সরাসরি প্রভাব পড়েছিল দলের উপর। কিন্তু এদিন তিনি কেকেআরের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন কতটা বিপদজনক হয়ে উঠতে পারেন। তার স্পেলের ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট, যা আইপিএলের ইতিহাসে সেরা পঞ্চম বোলিং ফিগার।

এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কলকাতা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। কেকেআর ১৪ ওভার পর্যন্ত যথেষ্ট ভালো ছন্দে ছিল। এরপর শ্রেয়াস আইয়ার আউট হলে ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। যার ওপরে অনেকটাই আস্থা ছিল দল ও সমর্থকদের। কিন্তু বুমরাহর কাছে তাকে অনেকটা অসহায় দেখায় এবং সহজেই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ডেথ ওভারে একের পর এক উইকেট নিয়ে কার্যত নাইটদের কোমর ভেঙে দেন বুমরাহ।

বুমরাহ তার স্পেলের দ্বিতীয় ও তৃতীয় ওভারের মাত্র ৯ বলের ব্যবধানে তুলে নেন পাঁচ পাঁচটি উইকেট। ১৮তম ওভারে মেডেনসহ ৩ উইকেট পান। যদিও ওই ওভারে হ্যাট্রিকে সম্ভাবনা থাকলেও তা মিস করেন। বুমরাহর বিষাক্ত বোলিংয়ে শিকার হন যথাক্রমে আন্দ্রে রাসেল, নিতিশ রানা, শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স এবং সুনীল নারিন। এরপর ২০তম ওভারে বুমরাহ মাত্র ১ রান দেন এবং শেষ পর্যন্ত কেকেআর ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে।

জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৬৬ রানের তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা ফিরে যান। একদিকে ঈশান কিষান (৫১) দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও বাকিরা মুখ থুবড়ে পড়ে। প্যাট কামিন্স দলে ফিরেই তুলে নেন তিনটি উইকেট। অন্যদিকে আন্দ্রে রাসেল ২টি গুরুত্বপূর্ন উইকেট নেন। এছাড়া ৩টি রান আউট হয়। শেষ পর্যন্ত ১১৩ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স ও ৫২ রানে জিতে প্লে-অফে যাওয়ার কিছুটা আশা জিইয়ে রাখলো নাইট রাইডার্স। ম্যাচের সেরা হন জসপ্রিত বুমরাহ। 

□ আইপিএলের ইতিহাসে সেরা পাঁচটি বোলিং ফিগার:

 ক্রমিক সংখ্যা       খেলোয়াড় বোলিং ফিগার          দল
 ১) আলজারি জোসেফ  ৬-১২ মুম্বাই ইন্ডিয়ান্স
 ২) সোহেল তানভীর  ৬-১৪  রাজস্থান রয়্যালস
 ৩) অ্যাডাম জাম্পা  ৬-১৯
 ৪) অনিল কুম্বলে   ৫-৫ আরসিবি
 ৫) জসপ্রিত বুমরাহ  ৫-১০ মুম্বাই ইন্ডিয়ান্স