কলকাতা নাইট রাইডার্সের সর্বনিম্ন পাঁচটি স্কোর; #১নংটি লজ্জার রেকর্ড

২০২২ আইপিএলে কেকেআরের প্লে-অফে যাওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মরসুমে নাইটদের শুরুটা ভালো হলেও টানা ৬ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে দলটি দু’বার চ্যাম্পিয়ন হলেও এরপর যোগ্য নেতার অভাবে দলটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। কলকাতা নাইট রাইডার্স বড় বড় স্কোর করতে সক্ষম হলেও বেশি কয়েকটি ম্যাচে অল্প রানে গুটিয়ে গেছে। এই প্রতিবেদনে কেকেআরের সর্বনিম্ন পাঁচটি স্কোরের কথা বলা হয়েছে, এবার দেখে নেওয়া যাক:

৫) কেকেআর: ১০১ রান

চলতি ২০২২ আইপিএলে লখনৌর বিরুদ্ধে কেকেআর ১৭৬ রানের বড় লক্ষ্যমাত্রা নিয়ে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় এবং এটি তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর। আন্দ্রে রাসেল (৪৫) ছাড়া বাকিরা ব্যর্থ হন। এই মুহূর্তে কেকেআরের প্রতিটি ম্যাচ মরণ বাঁচন, তবে ১১তম ম্যাচ হেরে কার্যত তারা প্লেওফস থেকে ছিটকে গেছে। লীগের এখনও তিনটি ম্যাচ বাকি তবে কেকেআরের ঘুরে দাঁড়ানো খুবই কঠিন।

৪) কেকেআর: ১০১ রান

২০০৯ আইপিলে ডেকান চার্জার্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ১০১ রানে গুটিয়ে যায়। নাইটদের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্র্যাড হজ (৩১)। জবাবে ডেকান চার্জার্স ম্যাচটি ৮ উইকেটে সহজেই জিতে নেয়। 

৩) কেকেআর: ৯৫ রান

২০০৯ আইপিএল কেকেআরের পক্ষে সবচেয়ে খারাপ একটি মরসুম ছিল। মুম্বাই প্রথমে ব্যাট করে ১৮৭ রানের বিশাল স্কোরকার্ড খাড়া করে। অধিনায়ক শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আসে ৬৮ রান। জবাবে কেকেআর ৯৫ রানে গুটিয়ে যায়। নাইটের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন সৌরভ গাঙ্গুলী (৩৪)।

২) কেকেআর: ৮৪/৮ রান

২০২০ আইপিএলে আবুধাবিতে অনুষ্ঠিত কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কেকেআর শুরুতেই ১৪/৪ বড় ধাক্কা খায়। নবম উইকেটে ২৭ রানের পার্টনারশিপ হয় এবং কেকেআর নির্ধারিত কুড়ি ওভারে ৮৪/৮ রান তোলে। জবাবে আরসিবি ম্যাচটি ৮ উইকেটে সহজেই জিতে নেয়।  

১) কেকেআর: ৬৭ রান

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর সর্বনিম্ন স্কোর করে এবং যা আইপিলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর। কলকাতা প্রথমে ব্যাট করে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায়। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিধ্বংসী ওপেনার সনাথ জয়সুরিয়া ১৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেন এবং মুম্বাই মাত্র ৫.৩ ওভারে ম্যাচটি জিতে নেয়।