আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা পাঁচটি বোলিং ফিগার, তালিকায় একজন দু’বার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা বোলারদের ন্যূনতম সম্মানটুকুও রাখেন না। এই সীমিত ওভারের খেলায় বোলারদের হাতে কেবল ৪ ওভার থাকে। তবে কখনও কখনও দেখা গেছে বোলারদের কাছে ব্যাটসম্যানদের দর্প চূর্ণ হতে। অসাধারণ বোলিং এর পাশাপাশি তারা রেকর্ড ফিগার নিয়ে এই তালিকায় ৫ জন বোলার জায়গা করে নিয়েছেন। তালিকায় দু’জন ভারতীয় বোলারও রয়েছেন। আজকের প্রতিবেদনে, তাদের সম্পর্কে বিস্তারিত রইল।

৫) রাশিদ খান: ৫-৩ উইকেট

Afghanistan beat Sri Lanka Afghanistan won by 91 runs - Afghanistan vs Sri Lanka, Asia Cup, 3rd Match, Group B Match Summary, Report | ESPNcricinfo.com

২০১৭ সালে আফগানিস্থান লেগ স্পিনার রশিদ খান আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ২ ওভারে ৩ রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৮৪ রান তোলে। এরপর বৃষ্টিবিঘ্নিত হওয়ার কারণে আয়ারল্যান্ড ১১ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন রশিদ খান।

৪) অ্যাস্টন অ্যাগার: ৬-৩০ উইকেট

Ashton Agar itching to put injury frustrations behind him on New Zealand tour

চলতি বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড অ্যাস্টন অ্যাগারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা হন তিনিই।

৩) যুজবেন্দ্র চাহাল: ৬-২৫ উইকেট

With an eye on Tests, Yuzvendra Chahal included in India A squad for South Africa A series

ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না হলেও এই সংক্ষিপ্ত ফরম্যাটে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ২০১৭ সালে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২০২ রান তোলে। জবাবে ইংল্যান্ড চাহালের মুখোমুখি হয়ে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। তিনি ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

২) অজন্তা মেন্ডিস: ৬-১৬ উইকেট ও ৬-৮ উইকেট

Ajantha Mendis retires from all forms of cricket - Sportstar

এই তালিকায় দুইবার রয়েছেন শ্রীলঙ্কান মিস্টিরিয়াস স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন। এর পরের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮ রান দিয়ে তিনি ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। উভয় ম্যাচই শ্রীলঙ্কা দল জয়লাভ করে ও পাশাপাশি ম্যাচসেরা হন অজন্তা মেন্ডিস।

১) দীপক চাহার: ৬-৭ উইকেট

Syed Mushtaq Ali Trophy: Deepak Chahar takes another hat-trick; well, almost | Cricket News - Times of India

টি-টোয়েন্টির ইতিহাসে এখনো পর্যন্ত সেরা বোলিং ফিগার রয়েছে ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহারের দখলে। আসন্ন বিশ্বকাপে তিনিও ১৫ দলে জায়গা করতে পারেননি তবে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রয়েছেন। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে। জবাবে বাংলাদেশ চাহারের দাপটে ১৪৪ রানে গুটিয়ে যায়।