বিখ্যাত ৩ ভারতীয় ব্যাটসম্যান যারা অভিষেক T20-তে শূন্য রানে আউট হয়েছেন

কোনো ব্যাটসম্যানই চান না অন্তত অভিষেক ম্যাচে ‘শূন্য’ রানের সাক্ষী হয়ে থাকতে। একজন ক্রিকেটার যখন তার দেশের হয়ে খেলার সুযোগ পান তিনি তার অভিষেক ম্যাচকে স্মরণীয় রাখতে ভালো কিছু চেষ্টা করেন। ভারতীয় ক্রিকেটের কথা বললে, এমন ৩ ব্যাটসম্যান রয়েছেন যাদের অভিষেক ম্যাচটি সুখের হয়নি। প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। এই প্রতিবেদনে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:  

১) মহেন্দ্র সিং ধোনি: 

Dhoni stuns India with his perfect timing | cricket.com.au

২০০৬ সালে ভারতীয় ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। যদিও ম্যাচটি জয়লাভ করে ভারতীয় দল। কিন্তু ৪ নং-এ মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন। তার ওয়ানডে অভিষেকের মতই টি-টোয়েন্টিতেও রানের খাতা না খুলেই ফিরে যেতে হয়েছিল। ধোনি ৯৮ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.৬০ গড়ে ১৬১৭ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৫৬ রান।

২) কে এল রাহুল: 

WATCH: Lokesh Rahul bats with wicket in hand - The SportsRush

এই অপ্রত্যাশিত তালিকায় বর্তমান ভারতীয় ওপেনার কে এল রাহুলও রয়েছেন। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে কিন্তু রানের খাতা না খুলে তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। তবে তিনি অভিষেক ওয়ানডে ম্যাচে একমাত্র ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন। রাহুল এখনও পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০.১৪ গড়ে ১২৩৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১১০ রান।

৩) পৃথ্বী শ:

Sri Lanka vs India T20I Series: 3 Players Who Can Replace Prithvi Shaw In The Indian Playing XI If He Travels To England

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় তরুণ ওপেনার পৃথ্বী শ। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় ‘বি’ দল যায়। তবে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে পৃথ্বী শ শূন্য রানে আউট হয়ে খুবই হতাশ হয়েছিলেন। এরপর আর একটিও এই সীমিত ওভারের ম্যাচ খেলার সুযোগ পাননি। জানিয়ে রাখি, বছর তিনেক আগে টেস্ট অভিষেক ম্যাচে তিনি কনিষ্ঠতম ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।