টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: টুর্নামেন্টের সেরা একাদশ বেছেছেন ব্রাড হগ, তালিকায় এক ভারতীয়

অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্রাড হগ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা একাদশ বাছাই করেছেন, এই দলে জায়গা পেয়েছেন এক ভারতীয় ফাস্ট বোলার। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা জেতে অস্ট্রেলিয়া দল। এই টুর্নামেন্টের কিছু খেলোয়াড় এর পারফর্মেন্স সত্যিই প্রশংসনীয় ছিল যেখানে তারা শীর্ষ খেলোয়াড়দেরও টেক্কা দেয়।  

India Are Favorites To Take The WTC In The Second Cycle" - Brad Hogg - Cricfit

টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলকে ফেভারিট ভাবা হলেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের মাধ্যমে সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যায়। ঠিক এই কারণেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। বিশ্বকাপ পর্ব শেষ হলে আইসিসি ও ক্রিকইনফোর তরফে সেরা দল বাছাই করা হয় যেখানে একজন ভারতীয় খেলোয়াড়কেও নির্বাচিত করা হয়নি। তবে ব্রাড হগের দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।

২০০৩ ও ২০০৭ সালে ৫০ ওভারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপে জয়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্রাড হগ জানিয়েছেন, বুমরাহ বর্তমানে সেরা ডেথ ওভারের বোলারদের মধ্যে একজন। নতুন বলে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি মাঝের ওভার গুলিতেও উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে তার। এই টুর্ণামেন্টে বুমরাহ ৫ ম্যাচে ৫.০৮ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন।

Jasprit Bumrah says India got to 'analyse, move forward' to keep World Cup hopes alive- The New Indian Express

ব্রাড হগের একাদশে ওপেনিংয়ের দায়িত্বে থাকবেন বাবর আজম ও ডেভিড ওয়ার্নার যিনি ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। এরপর মিডল অর্ডারে মিচেল মার্শ, এইডেন মার্করাম, ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), আসিফ আলি রয়েছেন। মিচেল মার্শ ফাইনালে ৭৭ রান করে দলকে জিতিয়েছিলেন। এইডেন মার্করাম ধারাবাহিকতা দেখিয়েছেন। সেমিফাইনালে ম্যাথু ওয়েড অসাধারণ ব্যাটিং করে দলকে ফাইনালে তোলেন এবং আসিফ আলিকে পাকিস্তানের হয়ে ফিনিশারের ভূমিকায় দেখা গেছে। 

T20 World Cup: David Warner and Mitchell Marsh go from 'zeroes to heroes' and finally silence their doubters | Sportingnews

ব্রাড হগের এই তালিকায় দুজন স্পিনার রয়েছেন – অ্যাডাম জাম্পা ও রাশিদ খান। বাংলাদেশের বিপক্ষে জাম্পা ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। অন্যদিকে রাশিদ খানও তার দলের হয়ে সেরা পারফরম্যান্স দিয়েছেন। এর পাশাপাশি ৩ জন ফাস্ট বোলার রয়েছেন – জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও জোশ হ্যাজলউড, যিনি ফাইনালে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।  

ব্রাড হগের টুর্নামেন্টের সেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, এইডেন মার্করাম, ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), আসিফ আলি, রয়েছেন, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জোশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।